Posts

Showing posts from August, 2025

সাঁকো (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া  বই : সাঁকো  লেখক : তন্দ্রা বন্দোপাধ্যায়  প্রকাশক : ফ্রিডম  মূল্য : ২৮৯  /- লেখিকার অন্যান্য ছোট গল্প সঙ্কলন গুলির মত এই ১৩ টি গল্পও যথেষ্ট উপভোগ্য । মেদহীন ঝরঝরে ভাষায় সাবলীল লেখাগুলি বিভিন্ন নকশা ধরে কখনো অন্য জীবনের পথ খোঁজে , কখনো নিশান না মানা ট্রেন সময়কে অবহেলা করে ভয়ের পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছয় । আবার সব সম্ভাবনার জগতে পৌঁছতে হলে অসম্ভবের দরজা পেরিয়ে এগোতে হয় । কলিযুগে নীল টুপি পরে কেউ এসে সিতার থেকে কিছু স্মৃতি নিয়ে যান, আর ওনার সেটা খেয়াল হয় ভুলে যাবার পরে । আবার খামখেয়ালি নিঃসঙ্গ মানুষদের জুড়ে দেওয়ার কাজটি করে সাঁকো। এরপর রয়েছে এক বাদ দেওয়া মানুষের বাদ  না পড়ে  প্রথমে আসার কথা ।মাঝখানে বারংবার মুহূর্তের পরিবর্তন হয় । মুহূর্তে আবার মৃত্যুর মুহূর্তেরই  মৃত্যু ঘটে । মণির মালা দিয়ে রূপটান করার থেকে দাগ রাখাই বোধহয় ভালো ।  এই বইয়ের লুকোচুরি খেলার পার্শ্ব প্রতিক্রিয়া হল শব্দহীন চিৎকার শুনতে পাওয়া কিংবা স্বপ্নহীন ঘুমে তলিয়ে যাওয়া । যুগে যুগে শিশুদের শব্দের রং / গন্ধ , অন্যমাত্রায় হামাগুড়ি দেওয়া শিখিয়ে চলছে বে...