অবৈজ্ঞানিকের সায়েন্স ফিকশন (পাঠ_প্রতিক্রিয়া )
পাঠ_প্রতিক্রিয়া বই : অবৈজ্ঞানিকের সায়েন্স ফিকশন সম্পাদক : প্রসেনজিৎ দাশগুপ্ত প্রকাশক : কল্পবিশ্ব কল্পবিজ্ঞান এর গল্প পড়লেও কল্পবিজ্ঞান বিষয়ে আমি যে কতটা অজ্ঞ সেটা নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে দেবার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ। প্রসেনজিৎ বাবুর এই বইটি আমি ইতিমধ্যেই দুবার পড়ে ফেলেছি । প্রথমবার খালি মুগ্ধ হয়েছি । পরের বার কাগজ কলম নিয়ে লিস্ট বানিয়েছি কি কি লেখা পড়তে হবে । সত্যি কথা বলতে বইটির সিংহ ভাগ অংশের সম্পূর্ণ আত্মীকরণ সম্ভব হয়নি কারণ কল্প বিজ্ঞানের জগতে আমার এখনও অনেক কিছুই পড়া হয়নি । ভালো কথা, আপনি যদি ফেবু দেখে শঙ্কুর লেখা কল্পবিজ্ঞান কিনা, বা অল্টারনেট হিস্ট্রি নিয়ে প্রথম বাংলা লেখা নিয়ে ধারনা করে থাকেন , তাহলে এই বইটি এখনই পড়ে ফেলুন । প্রায় প্রতিটি পাতায় অজস্র ট্রিভিয়ার আনাগোনা লেখকের বিস্তৃত পড়াশোনার পরিচয় দেয় । বইটি ৫০ পাতা বেশি হলে নিরন্তর তথ্য বর্ষনের মধ্যে পাঠক হয়তো একটু দম নেওয়ার জায়গা পেতেন । কিছু জায়গায় ভাষা (যেমন ইতিহাসের মা মাসি) হয়তো আরো ভালো হতে পারতো। কিছু ক্ষেত্রে বিশ্ব সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক দের সাথে দেশীয় কয়ে...