যুগান্ত (পাঠ_প্রতিক্রিয়া )
বই : যুগান্ত
লেখক : ঋজু গাঙ্গুলি
প্রকাশক : অরণ্যমন
মুদ্রিত মূল্য : ৫৫০/-
ঋজু বাবুর বিভিন্ন লেখার সাথে আমি সুপরিচিত । সুনির্দিষ্ট ভাবে বললে ওনার বাহুল্যবর্জিত থ্রিলার লেখা গুলির অনেক গুলোই মন ছুঁয়ে গেছে । তবে যুগান্ত সম্ভবত ওনার ম্যাগনাম ওপাস।
এই বই পড়ে সম্পূর্ণ রূপে অনুধাবন করার মত বেদ ও পুরাণ জ্ঞান আমার এই মুহূর্তে নেই । তাই সমালোচনা না করে আমি শুধু ব্যক্তিগত পাঠ অভিজ্ঞতা জানাচ্ছি ।
এই লেখাটির পেছনে লেখকের বিস্তৃত গবেষণার আন্দাজ পাওয়া যায় বইটির শেষের কয়েক পাতার উৎস নির্দেশ থেকে। পুরাণ ও বেদের থেকে অনুপ্রাণিত লেখা আজকের যুগে বিরল নয় , তবে লেখায় উল্লেখিত বেদের সমস্ত প্রাসঙ্গিক মন্ডল ও সূক্ত সংখ্যার উল্লেখ নিঃসন্দেহে বিরল ।
ব্রম্ভা , সতী, রুদ্র, লক্ষী সহ বাকি প্রায় সকল চরিত্রের সাথে আপনি সুপরিচিত হলেও এই কাহিনী লেখকের কল্পনাপ্রসূত। জম্বুদ্বীপ সমন্ধে কল্পনায় সাহায্য করতে বিভিন্ন মানচিত্রের ব্যাবহার বিশেষ ভাবে উল্লেখযোগ্য । গল্পের সাথে সামঞ্জস্য রেখে প্রচুর সুন্দর অলঙ্করণ, কাল্পনিক জগত সম্বন্ধে সম্মক ধারণা সৃষ্টি করতে বিশেষ সাহায্য করেছে ।
মহিষাসুর বধের সাথে মিল থাকা এই কাহিনী অনেক ক্ষেত্রেই পুরাতন কল্পনা কে নতুন আঙ্গিকে তুলে ধরেছে ।সর্বসমক্ষে সতীর অপমান ঘটলেও , সেটা মহাকাশ যানে র মধ্যে । মহিষ্মতি নগরী জম্বু দ্বীপের অঘোষিত রাজধানী হয়ে ওঠার ফলে উন্নতির ছাপ সর্বত্র , কিন্তু অসুর প্রধান মহিষ চিন্তিত নিজ সাম্রাজ্যের ভবিষ্যত নিয়ে। হাল আমলের সমস্যা যেমন অপরিকল্পিত খননকার্য এবং তেজস্ক্রিয় বিকিরণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্টের বর্ণনা । আছে আলোক রশ্মির সাহায্যের যুদ্ধের বর্ণনা। গুপ্ত ঘাতকের আক্রমনের পরিপ্রেক্ষিতে মিলিন্দ ও লক্ষীর তরবারি যুদ্ধের বর্ননা বেশ মনে ধরেছে । শুরু থেকে শেষ অবধি কাহিনীর লয়ের নিয়ন্ত্রন , বিস্তৃত বর্ণনা বিশেষ করে উল্লখযোগ্য।
অ্যালকেমিস্ট এর একটি রিভিউতে পড়েছিলাম , সমালোচক বলেছিলেন বইটি পড়ার পর ওনার মনে হয়েছে যেন ভোরের সূর্যের আলোয় এসে দাঁড়িয়েছেন।
বর্তমান বাংলা ফ্যান্টাসির জগতে এই ধরনের স্নিগ্ধ প্রয়াসের প্রয়োজন ছিল । উৎসর্গ পড়ে মনে হয়েছে এই ধরনের আরও সুন্দর লেখা আমাদের জন্য অপেক্ষা করে আছে, আশায় রইলাম।
Comments
Post a Comment