বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)

 


#পাঠ_প্রতিক্রিয়া


বই : বুদ্ধগ্রাম

চিত্রনাট্য এবং হরফশিল্প: চেন কুইফান

অলংকরণ: জাকোপো সিগারিনি

বাংলা অনুবাদ: রনিন

বাংলা বর্ণবিন্যাস, বিকল্প প্রচ্ছদ এবং বর্ণায়ন: উজ্জ্বল ঘোষ

প্রকাশক :  কল্পবিশ্ব

মূল্য : ৪০০/-


চীনের বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক  চেন কুইফানের ছোট গল্প অবলম্বনে নির্মিত এই গ্রাফিক নভেলের মূল বৈশিষ্ঠ্য হল এর আকর্ষণীয় কাহিনী বিন্যাস , যা শুরু থেকে সমাপ্তি পর্যন্ত পাঠকের মনযোগ ধরে রাখতে সক্ষম । প্রধান চরিত্র চংবো সহ অন্যান্য সহায়ক চরিত্রের নির্মাণ সুস্পষ্ট । ছোট কমিকসের স্পয়লার আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করিনা বলে কাহিনী সম্পর্কে বিশদে আলোচনা করছিনা । তবে এটা কল্প বিজ্ঞান হলেও কাহিনীর  বিভিন্ন অংশ যথেষ্ট বাস্তবিক । বিশেষ করে তথ্য প্রযুক্তির কর্মীরা হয়তো অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিকতা খুঁজে পেতে পারেন । রনিনের অনুবাদে সংলাপ গুলো স্বাভাবিক এবং বাস্তবসম্মত মনে হয়েছে । বেশ কিছু সংবেদনশীল বিষয় সুনিপুণ ভাবে উপস্থাপন করা হয়েছে । কোথাও কোথাও পরিমিত হাস্যরস ও উপস্থিত । সুস্পষ্ট চিত্রাঙ্কন গল্প পাঠে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । কাহিনীর সমাপ্তি বিশেষ ভাবে মনে ধরেছে । 


কল্পবিশ্বের অন্যান্য বইয়ের মত কমিক্সেও লেখক , শিল্পী , অনুবাদক সকলেরই পরিচিতি রয়েছে । আশা করবো এই ধরনের পরিষ্কার পরিছন্ন মিষ্টি ভাষার কমিকস বাংলা কমিক্স প্রেমীদের মনে ধরবে ।    


Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)