রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২
বাংলা অনুবাদ: পার্থ প্রতিম দাস , দীপায়ন দত্ত রায় ( প্রথম খন্ড )
পার্থ প্রতিম দাস ( দ্বিতীয় খন্ড )
প্রকাশক : বুকফার্ম
মূল্য : প্রথম খন্ড (৩৯৫/-) , দ্বিতীয় খন্ড (৪৮৫/-)
সারা বছর মোটামুটি হাতে গোনা কয়েকটি ধারার বই পড়তে পড়তে মাঝে মাঝে স্বাদ বদল করতে অন্য কিছু পড়তে ইচ্ছে করে । সেই ইচ্ছে থেকেই এই বই দুটি সংগ্রহ করা । বলতে হবে একেবারে সঠিক সময়ে কিনেছিলাম , শীতের সন্ধ্যায় পড়ার জন্য আদর্শ এই সংকলন দুটি । অধিকাংশ লেখাতেই মূল চরিত্র পাহাড়ের বিভিন্ন ঋতু । শীত যেন ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে প্রায় প্রতিটি লেখায় । মরুভুমি , জঙ্গল , নদী প্রভৃতি সকল প্রাকৃতিক বৈশিষ্ট তার লেখায় প্রাণবন্ত । এরই মাঝে তার গল্পের চরিত্রগুলো জীবনযাপন করে। তাদের আনন্দ, দুঃখ, স্বপ্ন সব কিছুই এই প্রকৃতির সাথে জড়িয়ে রয়েছে । সহজ সরল ভাষায় লেখা ছোট গল্প গুলির প্রধান বৈশিষ্ঠ্য হল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক । এছাড়া মানবিক সম্পর্কের টানাপোড়েন নিয়েও বেশ কিছু লেখা রয়েছে । বাস্তব জীবনের ছোট ছোট ঘটনার থেকে অনুপ্রাণিত হওয়ার দরুন প্রতিটি লেখাই খুব প্রাণবন্ত ।
এমনিতে বুক ফার্মের প্রোডাকশন খুবই পছন্দের , তবে প্রথম খন্ডের পরিমাপ ছোট গল্প পড়ার জন্য বিশেষ ভাবে যথাযথ মনে হয়েছে । অনুবাদ সাবলীল । গাছের নামের ক্ষেত্রে অপ্রচলিত বাংলা নামের থেকে ইংরেজি নামের ব্যবহার ভালো লেগেছে । দ্বিতীয় খন্ডে প্রতি গল্পের শেষে মূল কাহিনীর নাম উল্লেখ থাকলেও প্রথম খন্ডে তা চোখে পড়লোনা । দুই খন্ড মিলিয়ে ৭১ টি গল্প সংকলিত হয়েছে ,সম্ভবত তৃতীয় খন্ড প্রকাশ হতে চলেছে । অপেক্ষায় রইলাম ।
Comments
Post a Comment