অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

 


পাঠ_প্রতিক্রিয়া


বই : অ্যাডভেঞ্চার সমগ্র 

লেখক  :   সেজান মাহমুদ  

প্রকাশক :  কল্পবিশ্ব

মূল্য : ৩৫০/-


বইটিতে তিনটি অ্যাডভেঞ্চার উপন্যাস রয়েছে যার প্রথমটি ১৯৯২ সালের  আর তৃতীয়টি বর্তমানের ফেসবুক জমানার লেখা । ছোটকা আর নিশুর প্রতিটি অ্যাডভেঞ্চারের শুরুতেই আলাদা করে ভূমিকা রয়েছে। 


দ্বীপ পাহাড়ের আতঙ্ক :  নিশুর ঠান্ডু চাচুর স্পিডবোট কেউ নিচ থেকে ধাক্কা মেরে উল্টে দেয়।  জেনেটিক ইঞ্জিনিয়ার ছোটকা রহস্যের গন্ধ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান । সমুদ্রের তলায় এক বিপুল শক্তির সন্ধানে অনেক দূর অগ্রসর হন ড. অলসন। উনি সবই ঠিক হিসেব করেছিলেন শুধু কোল্যাটারাল ড্যামেজ হিসেবে বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। সত্য চাপার উদ্দেশ্যে বারবার প্রাণঘাতী হামলা হয় ছোট্ট নিশুর ওপর । অভিযানের আরেকটি আকর্ষণ হল সিধু জ্যাঠা রূপী ছোটকার মুখে কখনো দাবা খেলার ,কখনো মগেদের ইতিহাস শোনা।


তুষারমানব: মহেশখালী থেকে অনেক দূরে, এবারের অভিযান অস্ট্রিয়ায় আল্পসের পাদদেশে। ইতালি আর অস্ট্রিয়া সীমানায় এক তুষার মানবের দেহ পাওয়া যায়, যা পরীক্ষা করতে ছোটকার ডাক পড়ে । এদিকে অস্ট্রিয়ার রাস্তায় নিশুর হাতে এক কথা বলা রোবট দিয়ে খুন হয়ে যান অরবিন্দ বসু । রেটেল স্নেক দলের নেতা হেলমুট সাইমন তথা এই গল্পের ভিলেন ও পাহাড় প্রেমী মানুষ। রোবটের মধ্যে রেকর্ড করা সূত্রের সন্ধানে দুর্গম পাহাড়ে ছোটকা আর নিশুর এই ঝুঁকিপূর্ণ অভিযান বেশ মনোগ্রাহী।


ফেসবুকের বন্ধু: এবার কান্ড আমেরিকায় । ইবোলা ভাইরাসের রকমফের ঘটিয়ে বায়োটেররিজিম এর গল্প। তবে এই গল্পে ফেসবুক প্রেম থাকলেও অন্য দুটি লেখার মত উত্তেজনায় ভরপুর অভিযান নেই । তাই ব্যক্তিগত পছন্দের নিরিখে এই লেখাটাকে একটু পিছিয়ে রাখবো।


বইটি শুরু করলে শেষ না করে থামা সম্ভব নয় । আমি মোটামুটি এক সন্ধ্যাতেই শেষ করে ফেলেছি । প্রথমদিকের কাকাবাবুর অভিযান গুলো যদি আপনি উপভোগ করে থাকেন, তাহলে এই বইয়ের প্রতিটি উপন্যাসই আপনার ভালো লাগবে। প্রতিটি অভিযানের বিষয় বৈচিত্র্য বিশেষভাবে উল্লেখযোগ্য । আশা করি পরের খন্ড দ্রুত হাতে পাবো।


Comments

Popular posts from this blog

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)