আবার আঁধার ( পাঠ প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া বই : আবার আঁধার সম্পাদক : কৌশিক মজুমদার প্রকাশক : বুক ফার্ম আঁধার আখ্যান এর পর আরো একটি অন্ধকার বিষয়ভিত্তিক গল্পের সংকলন কৌশিক মজুমদারের কলমে । ওনার এই দ্বিতীয় গল্প সঙ্কলনটি আগের থেকে বেশি আঁধার ঘেঁষা । কিছু মৌলিক, কিছু অনুবাদ / ভাবানুবাদ মিশিয়ে ১৪ টি গল্প ও একটি লকড রাম মিস্ট্রীর উপন্যাস । ভস্মবহ্নি : ভবিষ্যতে এই সময়ের থ্রিলার নিয়ে আলোচনার ক্ষেত্রে “ম্যাসন সিরিজের সমসাময়িক “ এই শব্দবন্ধ ব্যবহৃত হলে আশ্চর্য হবেন না । দারোগা প্রিয়নাথ এবং গোয়েন্দা তারিণী রায় থ্রিলার প্রেমীদের কাছে খুবই পরিচিত । এনাদের নিয়ে মাত্র ৫০ পাতার মধ্যে একটা লকডরুম মিস্ট্রি । বদ্ধ পরিবেশে অসম্ভব খুনের এই গল্পে সন্দেহভাজনের সংখ্যা সীমিত । বিভ্রান্তিকর কিছু সূত্র সত্য উপলব্ধি করাটা বেশ চ্যালেঞ্জিং করে তোলে। শেষে এক আশ্চর্য সমাধান এই অসম্ভব অপরাধ ব্যাখ্যা করে । নিরভিসন্ধি : তুর্বসু কে নিয়ে আরো একটি লকডরুম মিস্ট্রি । রোগ : ওই বিচ্ছিরি রোগ টা যাদের ছুঁয়ে গেছে , এই গল্পটি তাদের গন্ধ বিস্মৃতির স্মৃতি মনে করবে । বনফায়ার : পরিচিত পরিবেশে সংক্ষ...