ডিসটোপিয়া ( পাঠ প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া
বই : ডিসটোপিয়া
সম্পাদক : দীপ ঘোষ
প্রকাশক : জয়ঢাক প্রকাশন
ডিসটোপিয়া এই শব্দটার সাথে পরিচয় হওয়ার অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম, টারমিনেটর । সিনেমার শুরুতেই একটি লৌহ মানবের পায়ের তলায় মানুষের করোটি চূর্ণ হওয়ার ছবিটা বহুদিন যাবৎ মনে ভয় জাগাতো । আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, মহাকাশ অভিযান তথা চন্দ্র বিজয়ের দৌড় যতদিন চলেছিল ততদিন কল্পবিজ্ঞানের বইতে মূলত ভিনগ্রহের বসতি স্থাপন এবং মহাকাশের বিভিন্ন গ্রহের অধিপতিদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছিল । চন্দ্র বিজয়ের পর থেকে অন্ধকার ভবিষ্যতের পরিকল্পনাটি গভীরভাবে মানুষের মনে এবং কল্পবিজ্ঞান লেখকদের লেখায় ফুটে ওঠে ।তবে চ্যাট জিপিটির মাধ্যমে জানতে পারি ডিসটোপিয়া শব্দটি জন স্টুয়ার্ট মিল উনিশ শতকে প্রথম ব্যবহার করেন এবং এটি জনপ্রিয় হয় ১৮৭২ সালে প্রকাশিত স্যামুয়েল বাটলারের একটি বিখ্যাত উপন্যাস "Erewhon" প্রকাশের পর । ডিসটোপিয়া এই গল্প সংকলনটির মধ্যে নটি বিখ্যাত লেখার অনুবাদ সংকলিত হয়েছে । এর মধ্যে চতুর্থ গল্পটি একই নামের আরেকটি অনুবাদ গ্রন্থের সংকলনেও স্থান পেয়েছে।
১. অহম - ছোটবেলায় “ বিজ্ঞান যখন ভাবায়” নামে একটা বই ছিল আমার কাছে , অহমের ছবিটা ওই বইয়ের প্রচ্ছদটিকে মনে করায় | গল্পের নায়কের শেষ পরিণতি এই ছবিটাতে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে।
২. ফ্র্যাঙ্কেন শিপ - ৪৭ ১/২ এর চরিত্র এতটাই মানবিক , সে যে আসলে যন্ত্র সেটা জোর করে মনে রাখতে হচ্ছিল । এটি এই অনুবাদ সংকলনের অন্যতম সেরা গল্প ।
৩.গ্যাস মুখোস - বেঙ্গালুরুর বিখ্যাত ট্রাফিক জ্যামে বসে এই ট্র্যাফিক জ্যামের গল্পটি পড়েছিলাম । বেশ উপভোগ করেছিলাম ।
৪. অনুতাপ করো, সঙ!- এটি আমার খুব পছন্দের একটি অনুবাদ এটির কথা আগেই বলেছি, তাই আর পুনরাবৃত্তি করছি না।
৫. হ্যারিসন বারজেরন - ২০২১ সালের নীতিবাগীশ সরকারের বর্ণনা ,যার সাথে বর্তমানের প্রচুর মিল পেলাম ।
৬. ব্যাবিলনের তটরেখায় - মানুষকে নিয়মের নাগপাশে বাঁধা যাদের কাজ, সেই বংশেই এক ব্যতিক্রমীর আবির্ভাব হয় । তার অভিযান অনেক অজানার সন্ধান দেয় । এই গল্পের বর্ননা যেকোন ফ্যান্টাসি পাঠকের সুপরিচিত মনে হতেই পারে । অনুবাদকের সাথে একমত, নিঃসন্দেহে অনেক লেখার অনুপ্রেরণা এই গল্পটি ।
৭. জানালা - এটা ভয়ের সংকলনেও জায়গা করে নিতে পারে । আত্মারা আসলে সমান্তরাল পৃথিবীর অতিথি এটা অনেকেরই ধারণা । দুই পৃথিবীর মাঝে কোন জানলা খোলা থাকলে সেটা খুব একটা সুখের হবেনা ।
৮. যারা ওমেলাস থেকে চলে যায় - লাল সিংহ একা নন, অনেকেই উদ্দেশ্য বিহীন ভাবে চলা শুরু করেন । অনেকেই আর ফেরেন না ।
৯. পরিত্যক্ত - চিকিৎসার মাধ্যমে শরীর পরিবর্তনের অভ্যাসটা মূলধারায় চলে আসাটা বোধহয় সব থেকে ভয়ের ।
সবমিলিয়ে দুঃস্বপ্নের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর সুন্দর কিছু সম্ভাবনার অনুবাদ সংকলনটি জয়ঢাকের অন্য গল্প সংকলন গুলোর মতই ভাল লেগেছে ।
Comments
Post a Comment