আবার আঁধার ( পাঠ প্রতিক্রিয়া )

 #পাঠ_প্রতিক্রিয়া


বই : আবার আঁধার

সম্পাদক :  কৌশিক মজুমদার

প্রকাশক : বুক ফার্ম



আঁধার আখ্যান এর পর আরো একটি অন্ধকার বিষয়ভিত্তিক গল্পের সংকলন কৌশিক মজুমদারের কলমে । ওনার এই দ্বিতীয় গল্প সঙ্কলনটি আগের থেকে বেশি আঁধার ঘেঁষা । কিছু মৌলিক, কিছু অনুবাদ / ভাবানুবাদ মিশিয়ে ১৪ টি গল্প ও একটি লকড রাম মিস্ট্রীর উপন্যাস  ।


ভস্মবহ্নি :  ভবিষ্যতে এই সময়ের থ্রিলার নিয়ে আলোচনার ক্ষেত্রে “ম্যাসন সিরিজের সমসাময়িক “ এই শব্দবন্ধ ব্যবহৃত হলে আশ্চর্য হবেন না ।  দারোগা প্রিয়নাথ এবং গোয়েন্দা তারিণী রায় থ্রিলার প্রেমীদের কাছে খুবই পরিচিত । এনাদের নিয়ে মাত্র ৫০ পাতার মধ্যে একটা লকডরুম  মিস্ট্রি । বদ্ধ পরিবেশে অসম্ভব খুনের এই গল্পে সন্দেহভাজনের সংখ্যা সীমিত । বিভ্রান্তিকর কিছু সূত্র সত্য উপলব্ধি করাটা  বেশ চ্যালেঞ্জিং করে তোলে। শেষে এক আশ্চর্য সমাধান এই অসম্ভব অপরাধ ব্যাখ্যা করে ।


নিরভিসন্ধি : তুর্বসু কে নিয়ে আরো একটি লকডরুম  মিস্ট্রি ।


রোগ : ওই বিচ্ছিরি রোগ টা যাদের ছুঁয়ে গেছে , এই গল্পটি তাদের গন্ধ বিস্মৃতির স্মৃতি মনে করবে । 


বনফায়ার :  পরিচিত পরিবেশে সংক্ষিপ্ত অতিপ্রাকৃতের ছোঁয়া ।


পেডিকিওর : প্রাচীন কিংবদন্তি থেকে অনুপ্রাণিত একটু শহুরে হরর ।


অপদেবতা : প্রচলিত কিংবদন্তি ভিত্তিক আরো একটি শহুরে হরর ।


নজরদার : বেশ ডার্ক একটা লেখা । শেষে ভালো টুইস্ট আছে।


শ্রুতিবিশোধন : এত গুলো ডার্ক লেখা পড়ার মাঝে এই লেখাটা যেন একটু কমিক রিলিফ , খুব উপভোগ করেছি।


অন্তরের অমীমাংসিত মৃত্যু ও অন্যান্য ঘটনাবলি : আয়নার ওপারে একটি লোক যার কাছে কিছু তাসের খবর , যার একটি মৃতদেহের পাশে থেকে যায় । ডার্ক হরর ।


নিজবাড়ি : হিচকক , ব্র্যাডবেরি অনুপ্রাণিত একটি নিখুঁত খুনের কাহিনী ।


সৎ মানুষের গল্প : আশা করি এটি একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প , এর সাথে বাস্তবের মিল নিতান্তই কাকতালীয় । 


ভোজ কয় যাহারে : চার্লস ব্যোমোর  ফ্রি ডার্টের অনুবাদ ।


নরকযাত্রা : লিফট যাত্রা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে ? এই গল্পে তার সন্ধান আছে ।


জন্মদিন : ভবিষ্যৎদ্রষ্টা এক শিশুর কথা , যে নিজে অতীতের অংশ ।


কেউ কোথাও নেই : ব্র্যাডবেরির একটি বিখ্যাত লেখার(The whole town's sleeping) ভাবানুবাদ ।


সব শেষে রাজর্ষি গুপ্তের পাঠ  প্রতিক্রিয়া পড়ে আরো একবার আঁধার আখ্যান পড়ার ইচ্ছে রইলো ।






Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)