মহানদী মহাকন্যা ( পাঠ প্রতিক্রিয়া )

 #পাঠ_প্রতিক্রিয়া


বই : মহানদী মহাকন্যা

লেখক :  অঙ্কন মুখোপাধ্যায়

প্রকাশক : একলব্য প্রকাশন 


ঐতিহাসিক উপন্যাসের সন্ধান করতে গিয়ে এই বইটি হাতে আসে । দুটি উপন্যাসিকা আর একটি উপন্যাস সম্বলিত এই বইটি লেখকের প্রথম নিবেদন । তিনটি লেখাই সুন্দর , তবে আমার সবথেকে ভালো লেগেছে "গজমোতি বাঁকুড়াই" ।


প্ৰথম বইয়ের প্রথম লেখার  বিষয় হিসাবে মানুষ ও প্রাণীর সম্পর্কের টানাপোড়েন  বেছে  নেওয়াটা বেশ সাহসী পদক্ষেপ । এবং লেখক নিঃসন্দেহে সফল । হাতি গজমতি আর মানুষ বাঁকুড়াই এই দুজনের মিষ্টি সম্পর্কের বিচ্ছেদ এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে পুনর্মিলন নিয়ে  লেখাটি বেশ উপভোগ্য । সাহেবদের ভাষায় যাকে বলে page-turner.


"শূর-বিগ্ৰহ" খুবই ভাল প্রচেষ্টা । তবে এই লেখাটি উপন্যাস আকারে লেখা হলে হয়তো আরো ভালো লাগতো ।পাল সাম্রাজ্যের সিংহাসন দখল নিয়ে নানান ষড়যন্ত্র নিয়ে দ্রুত পট পরিবর্তন আর প্রচুর চরিত্রের আনাগোনা , সবকিছু মাত্র ৫০ পাতার মধ্যে ।  


"মহানদী মহাকন্যা" নদীর প্রবাহের মতোই মসৃণ এক উপন্যাস । এই লেখাটি প্রথমের দিকে পড়ে মনে হচ্ছিল শরৎ বাবুর ছাঁচে একটি প্রেমের উপন্যাস , কিন্তু তারপর দ্রুত একটি নৌ অভিযানের কাহিনীর রূপ নেয় । আয়না , মণীকন্ঠ ,চন্দ্রামা প্রতিটি চরিত্র নিপুণ ভাবে চিত্রায়িত হয়েছে । 


সব মিলিয়ে দুটি ভাল ঐতিহাসিক উপন্যাস উপহার দেবার জন্য লেখক কে ধন্যবাদ । ওনার পরবর্তী প্রচেষ্টার  অপেক্ষায় রইলাম ।



Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)