বানিয়ালুলু (পাঠ প্রতিক্রিয়া)

 বই : বানিয়ালুলু 

লেখক:  শিবব্রত বর্মন

প্রকাশক :  বাতিঘর 

আপনি যদি বাংলাদেশের লেখা সম্পর্কে শুধু কলকাতার বিভিন্ন বইয়ের গ্রূপ থেকে ধারণা করে থাকেন , তাহলে এই বইয়ের প্রতিটি গল্প পরে আপনি ভাবতে পারেন কোন বিখ্যাত লেখার অনুবাদ পড়ছেন । বাংলায় এত ভাল মৌলিক SCIFI / FANTASY ইদানিং খুব কমই চোখে পরে । এর আগে ওনার সুরাইয়া বইটি পড়েছিলাম । তবে বানিয়ালুলু সম্পূর্ণ আলাদা এক অভিজ্ঞতা । বিজ্ঞান , কল্পনা , জাদুবাস্তব ,রহস্য  সবকিছুরই মিলমিশ ঘটেছে ১১ টি গল্পে । 

১) বানিয়ালুলু : এক অজানা দেশ  খোঁজার অভিযান 

২) জাগার বেলা হল : স্বপ্ন আর বাস্তবের মধ্যে অবাধ বিচরণের কথা 

৩) দুই শিল্পী : পৃথিবীর দুই  প্রান্তে দুই মানুষ যখন একই কল্পনার অংশ  

৪) ভেতরে আসতে পারি? : অনুকূলদের কথা 

৫) প্রতিদ্বন্দ্বী :   লেখা চুরির অভিনব পদ্ধতি 

৬) দ্বিখণ্ডিত : বেশ কিছু খন্ডচিত্র এবং একটি চমক 

৭) ড. মারদ্রুসের বাগান : তথ্য প্রযুক্তির নতুন দিগন্তের খোঁজ 

৮,৯,১০) বহুযুগের ওপার হতে , সার্কাডিয়ান ছন্দ , বুলগাশেম প্যারাডক্স: এই তিনটি গল্প বিভিন্ন বিজ্ঞান ও কল্পনার মিশ্রণে তৈরি । স্পয়লার ছাড়া এটুকুই বলতে পারি ।

১১) মইদুল ইসলামের শেষ তিন উপন্যাস : chat gpt

এনার অন্য সমস্ত লেখা সংগ্রহ করছি । কল্পবিজ্ঞান ভালবাসলে এবই আপনার ভাল লাগার কথা ।



Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)