নিউগেট ক্যালেন্ডার ( পাঠ প্রতিক্রিয়া )

 বই : নিউগেট ক্যালেন্ডার

লেখক:  দেবজ্যোতি ভট্টাচার্য

প্রকাশক :  শব্দ প্রকাশন

মূল্য : 275

অষ্টাদশ শতকে মূলত ব্রিটিশ শিশুদের অপরাধ সম্পর্কে ভয় ধরানোর জন্য এই ধরনের লেখাগুলি সংকলন বাড়িতে রাখা হতো। নিউগেট ক্যালেন্ডার নামে কোন একক বই ছিল না, অসংখ্য ছোট ছোট পুস্তিকার সংকলন করে নিউগেট ক্যালেন্ডার এর জন্ম হয় । এই বইটি ডোনাল ও ডানাশেয়ার সম্পাদিত এক্স ক্লাসিক সংস্করণটি থেকে উল্লেখযোগ্য ১৪ টি কাহিনীর অনুবাদ। আমার যে লেখাগুলি বিশেষ ভাবে ভাল লেগেছে সেগুলির নাম উল্লেখ করলাম 

টমাস ডান : এক ডাকাত কে ধরতে আস্ত এক শহর গড়ে ওঠার কাহিনী ।

সনে বিনের জীবন : এই বইয়ের আর সব ডাকাতের থেকে এনারা সম্পূর্ণ আলাদা । এর বেশি কিছু বলছিনা ।

টমাস ওয়েইন : এক বিবেকবান অপরাধীর কথা ।

উকিলশিকারি আটকিনসন : এই অধ্যায়ে একটা সুন্দর কবিতা আছে  । অনুবাদক যে সুলেখক , তা এই কবিতা এবং অন্য প্রবন্ধ গুলোর কবিতার অনুবাদ থেকে সহজেই বোঝা যায় । 

ক্যাপ্টেন জ্যাকারি হাওয়ার্ড : মরণোত্তর মৃত্যুদণ্ড ব্যাপারটা আমার কাছে নতুন  ।  এই লেখাতেই এর বর্ণনা পেলাম । 

মূলত সমস্ত গল্পগুলোই প্রায় একই ছন্দে এগিয়েছে। কোন এক কারণে কেউ অপরাধের রাস্তা বেছে নিয়ে কোন হাইরোড বা নির্জন জঙ্গলের রাস্তায় পথিকদের লুটপাট এবং হত্যা লীলা চালাতে থাকে । এবং তারপর একদিন মহারাজের বা তার পরিচিত মানুষজনের ক্ষতি করে এবং তারপর রাজরোষে তাদের ভয়ংকর পরিণীতির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকে।

তবে বাংলার ডাকাতরা বোধহয় এইসব সাহেবদের থেকে অনেক বেশি বৈচিত্র্যময় ছিলেন, অন্তত বাংলার ডাকাত পড়ে তাই মনে হয়েছে।




Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)