বিফোর দ্য কফি গেটস্ কোল্ড ( পাঠ প্রতিক্রিয়া )

বই : বিফোর দ্য কফি গেটস্ কোল্ড

লেখক: তোশিকাযু কাওয়াগুচি

প্রকাশক : আফসার ব্রাদার্স

মূল্য : 500

( স্পয়লার আছে)

এ এক অদ্ভুত ক্যাফের গল্প . ক্যাফেতে বেশ কিছু ঘড়ি আছে , যার মধ্যে একটি মাত্র ঘড়ি সঠিক সময় দেখায় .ক্যাফের এক কোন একটি চেয়ার আছে আর এই চেয়ারকে নিয়ে গড়ে উঠেছে চারটি গল্প। এই চেয়ারে বসে আপনি সময় ভ্রমণ করতে পারবেন। অতীতে যেমন যেতে পারবেন তেমনি ভবিষ্যতেও যেতে পারেন ,কিন্তু শর্ত অনেকগুলি । মূল শর্ত হলো আপনাকে দেওয়া কফিটি ঠান্ডা হওয়ার আগে আপনাকে বর্তমানে ফিরে আসতে হবে।

এই বইটির আরেকটা বৈশিষ্ট্য হল , ৪ টে অধ্যায় আলাদা ভাবে যে কোন ক্রমে পড়া যেতে পারে । তবে প্ৰথম অধ্যায়টা প্রথমে পড়লে সময় ভ্রমণের নিয়ম গুলোর সম্বন্ধে বিস্তারিত ভাবে জানা যায় ।

গল্পের চরিত্ররা এই চারটি কাজ করেছে ...

যুগল : অতীতে ফিরে প্রেমিকের সাথে দেখা করার কথা ।

স্বামী স্ত্রী : অসুস্থ স্বামীর সাথে অতীতে গিয়ে স্মৃতিচারণ ।

দুই বোন : অতীতে এসে বোনের খোঁজ নেওয়া ।

মা ও সন্তান : এই অধ্যায়টি ভবিষ্যত ভ্রমনের ওপর ।

সায়েন্স ফ্যান্টাসি পড়তে ভাল লাগে বলে এই বইটি পড়া শুরু করেছিলাম । কিন্তু কোথাও কখন প্লট টুইস্ট বা চমক পেলাম না । হালকা বিষণ্নতার মাঝে নিস্তরঙ্গ ভাবে লেখা এগিয়েছে। 




Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)