দা ব্রিক মুন ( পাঠ প্রতিক্রিয়া )

 #পাঠ_প্রতিক্রিয়া

বই : দা ব্রিক মুন

লেখক:  এডওয়ার্ড এভারেট  হেল

(স্পয়লার আছে )


এডওয়ার্ড ফেভারেট হেল (১৮২২ - ১৯০৯ )  ছিলেন একজন আমেরিকান ঐতিহাসিক, লেখক এবং ধর্মীয় সংগঠক ।  উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন । প্রায় ৬০ খানা উপন্যাস  লিখেছিলেন। উনি বিখ্যাত ওনার "The Man Without a Country"  জন্য । তবে আজ যে লেখাটি নিয়ে কথা বলব সেটি হল দা ব্রিক মুন ।

পৃথিবীর বাইরে বসতি  স্থাপন করবার পরিকল্পনাটা  এখন খুবই জনপ্রিয়। কেমন হবে এই মানুষদের জীবনযাত্রা ? তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কিনা, আর সত্যিই যদি কিছু মানুষ পৃথিবীর বাইরে তাদের জীবনের সমস্ত সময়টুকু কাটাতে পারেন তাহলে তাদের পৃথিবীর প্রতি কি আদৌ কোন টান থাকবে ?  লেখক এই রকমই একটা কল্প জগতের ধারণা করেছেন । ক্যাপ্টেন ফ্রেডরিক ইংগামের  ডায়েরি থেকে তুলে ধরা হয়েছে পুরো লেখাটা ।একটা আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এর মতো করে সাজানো হয়েছে অধ্যায়গুলি ।  প্রথমে প্ল্যানিং তারপর এক্সিকিউশন তারপর ফাইনাল ডেলিভারি আর সাপোর্ট 🙂  । আমাদের গল্পের নায়ক ক্যাপ্টেন ফ্রেডরিক কলেজ জীবনে বন্ধুদের সাথে মিলে পরিকল্পনা করেছিলেন ইট দিয়ে একটি চাঁদ তৈরি করা হবে। এবং এই চাঁদ পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘূর্ণায়মান হবে ।  এর  ভেতরে মানুষ বসতি স্থাপন করতে পারবে এবং জীবনের অন্যান্য চাহিদাগুলো তারা পূরণ করবেন । আসলে একটা সেলফ সাফিসিয়েন্ট স্পেস স্টেশনের কথাই এখানে পরিকল্পনা করা হয়েছে কিন্তু কলেজ জীবনে তারা হিসাব করে দেখেছিলেন, পরিকল্পনাটির বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন । এরপর  আমাদের নায়কের বয়স বেড়ে চলে , এবং একসময় পুরনো বন্ধুরা আবার একত্রিত  হন ।  টাকারও যোগান হয় । ফাঁপা ইট  আর লোহার রড দিয়ে তৈরী হয় নতুন এক চাঁদ । ইটের তৈরী চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়, চরিত্রগুলিকে অবশ্যই মহাকাশে বসবাসের সাথে আসা চ্যালেঞ্জ এবং বিপদগুলির মুখোমুখি হতে হয় ।  টেলিগ্রাফ সংবাদ আদান-প্রদানের মাধ্যমে এই নতুন চাঁদের মানুষেরা পৃথিবীর সাথে নিয়মিত  যোগাযোগ রেখে চলে । কিন্তু শেষে লেখকের মনে প্রশ্ন জাগে , সত্যিই কি প্রয়োজন আছে দিনের একটি গুরুত্বপূর্ণ সময় পৃথিবীর মানুষের সাথে টেলিগ্রাফে যোগাযোগ রাখার ?   উনি শেষ প্যারাগ্রাফেও জানিয়েছেন,  একজন মানুষের সুষ্ঠ স্বাভাবিক জীবন যাপনের জন্য ৩০/৪০ জনের সাথে  সম্মিলিতভাবে থাকলেই হয়  । বাকি পৃথিবীর সাথে টেলিগ্রাফে যোগাযোগ রাখলেই হল । ১৮৬৯ লেখায় বইটি নিঃসন্দেহে তার সময়ের থেকে অনেক এগিয়ে আছে। কল্পবিজ্ঞানের পাঠক হিসেবে আপনার ভালো লাগতে পারে, তবে এই লেখায় মানবিক টানাপোড়েন  একটু কম লেগেছে আমার। কল্পবিজ্ঞানের সাথে মানবিকতা এবং দর্শনের মেলবন্ধন আরেকটু বেশি থাকলে হয়তো লেখাটা আরো মনগ্রাহী হত ।

বইটি পাবলিক ডোমেনে  আছে,  তাই বইটি পড়ার লিংক শেয়ার করলাম  :

https://www.gutenberg.org/ebooks/1633




Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)