সেকালের সমাজচিত্র (পাঠ প্রতিক্রিয়া)

 #পাঠ_প্রতিক্রিয়া 


বই : সেকালের সমাজচিত্র

লেখক:  দীনেন্দ্র কুমার রায় 

প্রকাশক :  সুপ্রকাশ 


কলকাতার পুরাকাল সম্বন্ধে বেশ কিছু বই পড়েছি। কিন্তু পল্লী সমাজ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। পল্লীসমাজ সম্পর্কে আমার ধারণা মূলত শরৎচন্দ্র এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েই  তৈরি হয়েছে|

পল্লীসমাজের নিখুঁত বর্ণনা সমৃদ্ধ এরকম একটি নন ফিকশন প্রকাশের জন্য সুপ্রকাশ কে ধন্যবাদ । আমার একটা বদভ্যাস আছে, খুব কম বইয়ের ভূমিকা পড়ি । তবে এই লেখার মুখবন্ধ না পড়লে অনেক কিছু হারাতাম । এই বইয়ের ৮ টি প্রবন্ধের সামান্য পরিচয় দিলাম ।



  ১) প্রজাপতির নির্বন্ধ : পণ আদায়ের ছিল চাতুরীর কৌতুক মিশ্রিত নিখুঁত বর্ণনা ।


  ২) নব বৈশাখের এক দিন : এক প্রবীনের স্মৃতিচারণের মাধ্যমে সেকালের সমাজের বিভিন্ন খন্ডচিত্র ।


  ৩) পল্লীগ্রামের রথতলায় : রথের মেলার মজা । তালপাতার ছাতার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।


  ৪) গ্রাম্য দলাদলি : আমি লুচি পাগল মানুষ , জেনে খুশি হলাম  আমাদের  পূর্বপুরুষেরাও লুচির জয়জয়কার করতেন ।


  ৫) শ্রীপঞ্চমীর পল্লী : কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সমাজচিত্র ।


  ৬ ) বলরামের দোল :  সাধারণ মানুষের মহাপুরুষ হয়ে ওঠার কথা ।


  ৭) সে-কালের পল্লীর বাসন্তী-মেলা : কলকাতার আলোয় আলোকিত এক মেলার কথা ।


  ৮) পিটুনি মাস্টার :  মারকুটে মাস্টারের গান্ধীবাদী হয়ে ওঠার কাহিনী ।


আমরা যারা  ছোট্ট ফ্ল্যাটে গেটেড কমিউনিটি তে কৃত্তিম সোসাইটির মাঝে বুড়ো হচ্ছি , অতীতকে  মনে করার জন্য অবশ্য পাঠ্য ।  






Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)