বঙ্গদেশী মাইথোলজি ( পাঠ প্রতিক্রিয়া )

বঙ্গদেশী মাইথোলজি

লেখক - রাজীব চৌধুরী

প্রকাশনী - খোয়াই

মূল্য - 250/-

মাঝে মাঝে এরম কিছু বই হাতে আসে , যা এক লহমায় ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় । এই গল্পগুলো হয়তো বাংলার গ্রামে গ্রামে বিভিন্ন লোকের কাছে পরিবর্ধিত, পরিমার্জিত হয়েছে । তার কয়েকটি ছোটবেলায় বড়দের কাছে  শুনেছি । এনার লেখা পড়তে গিয়ে সেই মাদুরে শুয়ে দুপুরে গল্প শোনার মুহূর্ত গুলো মনে ভীড় করছিল । অনেক কিছুই হয়তো মূল গল্পকথক বলেননি , যা লেখক নিজের মত করে বর্ননা করেছেন। ১৬ টি গল্পের প্রতিটি আলাদা আলাদা ভাবে পাঠকের মনে ধরবে । ইদানীং রহস্য রোমাঞ্চ বেস্ট সেলার গুলিতে ভাল বর্ণনার অভাব বোধ করি । রাজীববাবুর লেখায় সেই ঘাটতি নেই । ওনার কাছ থেকে এরম আরো মায়াবী লেখার আশায় থাকলাম।


 

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)