অর্থতৃষ্ণা ( পাঠ প্রতিক্রিয়া )
বই : অর্থতৃষ্ণা
লেখক: সুমিত বর্ধন
প্রকাশক : কল্পবিশ্ব
মূল্য : 160
বইমেলায় কয়েকটি স্টল আছে ,যেখানে ঢুকলে সব কিছুই নিয়ে আসতে ইচ্ছে করে । কল্পবিশ্ব তার মধ্যে একটি । ওনাদের বেশ কিছু অনুবাদ নেব বলে লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম । আর মৌলিক লেখাগুলোর দিকে চোখ বোলাতে গিয়ে এই বইটি নজরে আসে । ওই ভিড়ের মধ্যেও সন্তু বাবু ধৈর্য্য ধরে আমাকে বোঝালেন স্টিম্পাঙ্ক জিনিসটি কি ।
এই লেখার বিবরণ অতীত আর ভবিষ্যত ,দুদিকেই পা রেখে এগিয়েছে। আপনার মনে হতে পারে , দারোগা প্রিয়নাথ বা ব্যোমকেশ পড়ছেন , পরক্ষনেই কিছু Fantastic Beast এর আবির্ভাব । তবে কল্পনাগুলো ভিত্তিহীন নয় । যেমন ৎসুচিনোকা , কাল্পনিক তবে জাপানিরা বিশ্বাস করেন । কল্পবিজ্ঞান মেশানো গোয়েন্দা গল্প হিসাবে বেশ উপভোগ করেছি ।
আরেকটি জিনিস না বললেই নয় , লেখার সাথে মানানসই অলঙ্করণ । বেশ কিছু যন্ত্র ও জন্তু কে নিয়ে ভাবতে বিশেষ সাহায্য করেছে ।
Comments
Post a Comment