দশচক্র , দশে দিক ( পাঠ প্রতিক্রিয়া )
বই: দশচক্র , দশে দিক
লেখক: ঋজু গাঙ্গুলী
প্রকাশক: অরণ্যমন
বহুদিন পর যখন আবার নতুন বাংলা বই পড়া শুরু করলাম , এনার সমালোচনা গুলো খুব সাহায্য করেছিল । যে কোনো নতুন বাংলা বইয়ের সন্ধান পেলে আগে এনার goodreads profile এ খুঁজে দেখি ।এনার লেখা এনার সমালোচনার মতই সোজাসাপ্টা ।
মেদহীন থ্রিলার পছন্দ করলে এই বই দুটি পরে দেখতে পারেন। দ্রুত লয়ের ছোট গল্প সংকলন আমার বরাবরই খুব পছন্দের । কয়েকটি গল্পে মনে হয়েছে, এই প্লট নিয়ে আরেকটু বড় কিছু হলে জমে যেত । হয়তো রণধীর কে নিয়ে আরো বড় কিছু ভবিষ্যতে পাব । পাশ গল্পটি পড়তে গিয়ে মনে হচ্ছিল কোন বিদেশী ওয়েব সিরিজ দেখছি , গল্পের বর্ননা এবং ঘটনা প্রবাহ খুবই জীবন্ত । মায়া তে মিথলজির ছোয়া বিশেষ করে মনে ধরেছে ।
অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন।
ReplyDelete