সুরাইয়া ( পাঠ প্রতিক্রিয়া )
বই : সুরাইয়া
লেখক: শিবব্রত বর্মন
প্রকাশক : বাতিঘর
মূল্য : 240 (বালাদেশের দাম)
এত ছোট বই , ধরতে না ধরতেই শেষ হয়ে গেল । বইটার সাইজ দেখে আমার বাংলার সেইসব প্রকাশকদের কথা মনে হচ্ছিল , যারা পকেট সাইজের পাতলা বই করে আনন্দের দাম নিয়ে মজা করেন । বইটার নাম আমি আনন্দবাজারের গতবছরের সেরা 10 টি বইয়ের লিস্ট থেকে জেনেছি ।
খুব কম এরকম নতুন বই পড়েছি , যেটা পরে মনে হয়েছে এটা কি ছিল !! । 11 টা গল্পের প্রতিটি এক একটি অভিনব প্লট । সব কটি গল্পই একটি মূল ধারণা এবং তার সাথে কিছু সংলাপের ওপর নির্ভর করে এগিয়েছে । বাহুল্যবর্জিত , বৈচিত্র্যময় এবং সর্বোপরি বিভিন্ন জঁর মেলবন্ধন ঘটেছে এই 126 পাতায় । সব থেকে ভাল লেগেছে সুরাইয়া , মরিবার হলো তার স্বাদ ,সিনগুলারিটি । সব মিলিয়ে দুর্দান্ত একটা বই , ছোট গল্প পড়তে ভালবাসলে পড়ে দেখতে পারেন |
Comments
Post a Comment