রচনা সমগ্র ১ ( মনোরঞ্জন ভট্টাচার্য ) ( পাঠ প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া
বই : রচনা সমগ্র ১ ( মনোরঞ্জন ভট্টাচার্য )
সম্পাদনা : সন্তু বাগ
প্রকাশক : মন্তাজ
রামধনু পত্রিকার সম্পাদক মহাশয়ের লেখার রিভিউ এটা নয় । আমার মতন অনেকেই ওনার সৃষ্ঠ জাপানী গোয়েন্দা হুকা কাশির সাথে সুপরিচিত । হুকা কাশি সমগ্র সংগ্রহে থাকা সত্ত্বেও এই বইটি কেন কিনবো , তাই নিয়ে আমিও দ্বিধায় ছিলাম । কিন্তু বইটি হাতে পেয়ে বুঝেছি , এ জিনিস সংগ্রহে না রাখলে খুব ভুল হয়ে যেত । লেখার সাথে প্রকাশিত মূল অলঙ্করণ , লেখকের বিভিন্ন বইয়ের প্রাচীন বিজ্ঞাপন , রামধনুর কিছু বিশেষ প্রচ্ছদ এবং ভিতরের পাতার অলংকরণ মিলিয়ে এ এক সুন্দর থিম পুজো , যা আপনাকে দেব সাহিত্য কুটিরের পুরোনো পূজাবার্ষিকী পড়ার মত সুখকর অনুভূতি দেবে । সম্পাদকের তথ্য সংগ্রহের উৎসাহ বইটিকে আকর্ষণীয় করে তুলেছে । বইয়ের সাথে বুকমার্ক বিতরণ আমাকে আকর্ষিত করেনা , বই পড়ে যদি পাতায় মনে না থাকে তাহলে আর পড়া কেন 🙂। তবে এই বইয়ের সাথে একটা ঐতিহাসিক ফিল্ম ক্লাবের মেম্বারশিপ কার্ড পেয়েছি , যা চিরকাল রেখে দেব । দ্বিতীয় খন্ড হয়তো এ বছরেই পড়তে পারবো , অপেক্ষায় রইলাম ।
অসংখ্য ধন্যবাদ জানাই পাঠ প্রতিক্রিয়ার জন্য। ২য় খণ্ডের কাজ চলছে। শীঘ্রই প্রকাশিত হবে।
ReplyDelete