দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর ( পাঠ প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া
বই : দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর
লেখক : কেইগো হিগাশিনো
প্রকাশক : ভূমিপ্রকাশ
ছোটবেলায় কাগজে ব্যক্তিগত পরামর্শের কলামে কম বেশি আমরা প্রায় সকলেই উঁকি মেরেছি । প্রায়শই ওই কলামের অবাস্তব সমস্যাগুলো বিশুদ্ধ বিনোদন যোগান দিত । কেইগো হিগাশিনোর এই লেখাটিও ব্যক্তিগত সমস্যার সমাধান নিয়ে । তবে শুধু এটুকু বললে প্রায় কিছুই বলা হয়না , একেবারেই স্পয়লার না দিয়ে এর বেশি কিছু বলা মুশকিল । এই লেখায় প্রেমের কাহিনী , দারিদ্রের সাথে সংগ্রাম , সময় ভ্রমন এবং বিপথগামী প্রোটাগনিস্টের গল্পের শেষে ভাল হয়ে ওঠা , সবই আছে একসাথে কিন্তু আলাদা ভাবে । মূল কাহিনীর মাঝে যেন কিছু ছোট গল্প সাজানো আছে যারা আলাদা ভাবেও জন্মাতে পারতো । তবে সব মিলিয়ে মন ভাল করে দেওয়া লেখা । আমার বাড়ির আশেপাশে এরকম একটা দোকান থাকলে বেশ হত ।
Comments
Post a Comment