মৃগতৃষ্ণা (পাঠ_প্রতিক্রিয়া )

 #পাঠ_প্রতিক্রিয়া 


বই : শারদীয় ১৪৩০ অন্তরীপ 

উপন্যাস : মৃগতৃষ্ণা

লেখক: কৌশিক মজুমদার


কৌশিক বাবুর যে কোন লেখা হাতে পেলেই আমি শেষ পাতায় প্রথমেই  চলে যাই , অসাধারণ কিছু বইয়ের সন্ধান পেতে । ওনার গবেষণার ছাপ ওনার লেখার প্রতি পাতায় উপস্থিত । ওনার লেখার  কিছু সমালোচনায় এই তথ্যের প্রাচুর্যকে ঋণাত্মক ভাবে উল্লেখ করা হলেও আমি এই ব্যাপারটা ভালই উপভোগ করি । 


ম্যাসন সিরিজের প্রথম বইয়ের শিরোনামের মোট এই লেখার শুরুতেও জীবনানন্দ দাশের ছোঁয়া রয়েছে । রয়েছে মুখ্য চরিত্রের পরিচয় সূচি এবং একটি ঘরের নকশা । দ্রুত ঘটনা প্রবাহের মাঝে কিছু ছোট কমিক রিলিফ আর সদ্য বিবাহিত তারিণীর মিষ্টি প্রেমের গল্প যোগ্য সংগত দিয়েছে । ভাল রুদ্ধদ্বার রহস্যের নিয়ম মেনে বিবিদিষানন্দের উপস্থিতি, পাহাড়ি অভিশাপ বিভ্রান্তির সৃষ্টি করেছে । লেখাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি হওয়া উত্তেজনা এবং ষড়যন্ত্রের অনুভূতি আমার বেশ ভাল লেগেছে । এর থেকে বেশি কিছু বলতে গেলে হয়তো স্পয়লার হয়ে যাবে ।   


এই একটি উপন্যাসের জন্যই অন্তরীপ অগ্রিম বুকিং করেছিলাম , একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল ।  কিছু ব্যতিক্রম ছাড়া ভাল / খারাপ যে কোন রকমের রুদ্ধদ্বার রহস্য বৰ্তমান বাংলা সাহিত্যে বিরল , এই লেখাটি নিঃসন্দেহে একটা অন্যতম ব্যতিক্রম ।   



Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)