কল্পবিজ্ঞান 2 (পাঠ_প্রতিক্রিয়া )

 #পাঠ_প্রতিক্রিয়া


বই : কল্পবিজ্ঞান 2 

সম্পাদনা : সুদীপ দেব

প্রকাশক : পলান্ন

মুদ্রিত মূল্য : ২৫০/-




সুদীপবাবু সম্পাদনায় কল্পবিজ্ঞান ২ সঙ্কলনটি ইদানিং কালে প্রকাশিত বাংলা কল্পবিজ্ঞান সঙ্কলন গুলির মধ্যে অন্যতম । স্পষ্ট ভাষায় মেদবিহীন প্রতিটি গল্পের প্রবাহ যথেষ্ট সাবলীল এবং কল্পবিজ্ঞান প্রেমীর কাছে যথেষ্ট আকর্ষণীয় ।১৮ টি অনন্য লেখার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করলাম । “গান্ডিব” , এই গল্পটি বইয়ে প্রায় শেষের দিকে থাকলেও এর কথা প্রথমেই বলবো। তার কারণ এটা আমার এবং ৯০ এর ক্রিকেটপ্রেমীদের কাছে সেরা ওপেনিং জুটির তথা শচীন সোরভের কাহিনী। তবে এর সময়কাল প্রায় চার হাজার বছর পরে । বেটিং তখনও থাকবে , ক্রিকেটের ঈশ্বর ও তখনো থাকবেন । ঠিক মনে পড়ছেনা তবে এটি হয়তো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত । “চুমুতে চুমুক” লেখাটি এই সংকলনের অন্যতম চমকপ্রদ লেখা। ক্যান্সারের মতন গম্ভীর বিষয় নিয়ে যে এত মজাদারভাবে লেখা যেতে পারে , সেটাই একটা বড় চমক । এই সঙ্কলনের অন্যতম সেরা লেখা এটি । “ফিরে পাওয়া” তে বর্তমান যুগের একটা কঠিন সামাজিক সমস্যাকে নিয়ে গল্প এগিয়েছে । ফেক নিউজ আর সরকারের সুবিধামত পরিবর্তিত খবর এর প্রভাব নিয়ে দুই বন্ধুর কথোপকথন । আপনি হয়তো এই ভেবে শান্তিতে বসে আছেন যে প্রতিদানায় লেখা আছে সেটা কে খাবে, অর্থাৎ আপনার ভাগের খাবার আপনি খেতে পারবেন । এটা আপনি মনে মনে ধরে নিয়েছেন , কিন্তু এই আপনি কি এই জগতের আপনি না অন্য জগতের ? “শিবশঙ্কর মিষ্টান্ন ভান্ডার” এ এইরকমই এক সমস্যা হয়েছে । সবকিছু ধ্বংস হয়ে গেলো হ্যাম রেডিও চালু থাকবে । “বেলার বেতার”ও সেই রকমই এক ডিস্টোপিয়ান জগতে যুদ্ধ চালিয়ে যাওয়ার গল্প। ডোকাসের পিবির গল্পটা একটা সাইফি ক্রাইম থ্রিলার । তবে “একচল্লিশ মিনিট” কম করে ২ ঘন্টা হলে খুব খুশি হতাম । বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল । সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধির দ্বারা জনগণের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করার ঘটনা নিয়েই “অনুরোধের আসর” । আপনি যদি এর সাথে বাস্তবের মিল খুঁজে পান তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই আছেন । “ত্রিমাত্রিক” এ ট্রিনিটি আছেন , তবে এনার স্বভাব ম্যাট্রিক্সের ঠিক উল্টো । তেমনি “অন্য ভুবন” এ বাংলাপ্রেমী গোষ্ঠী আছে , তবে এনারা উগ্র নন । যন্ত্রের মধ্যে আবেগ জোড়া যায় কিনা ,এটা বর্তমান যুগের একটি বহুল চর্চিত বিষয় । মানুষ যখন ক্রমে ক্রমে যন্ত্র হয়ে যাচ্ছে, তখন যন্ত্র কেন মানুষ হয়ে উঠবে না ? ভবিষ্যতের ভানুসিংহ এই প্রশ্নটাই করেছেন “একটি রোবটের মৃত্যু” তে । প্রতিটি গল্পের থিম এবং স্টাইলের বৈচিত্র লক্ষণীয় । তবে কল্পবিজ্ঞান ১ এর সেই পাতা জোড়া সুন্দর অলঙ্করণ গুলোর অভাব বোধ করেছি । ভূমিকা থেকে জানলাম এই সঙ্কলনের লেখকেরা নিয়মিত কল্পবিজ্ঞান লেখেন না । বাংলা কল্পবিজ্ঞান পাঠকদের কথা ভেবে আশা করি এনারা মন বদলাবেন , ভবিষ্যতে এই সিরিজের আরো কিছু সুন্দর পরিবেশনার অপেক্ষায় রইলাম।

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)