মরিসাকি বইঘরের দিনগুলি (পাঠ_প্রতিক্রিয়া )

#পাঠ_প্রতিক্রিয়া


বই : মরিসাকি বইঘরের দিনগুলি 

লেখক :  সাতোশি ইয়াগিসাওয়া

অনুবাদক :  সালমান হক

প্রকাশক : একলব্য প্রকাশন 






ব্যক্তিগত ভাবে আমার এই বইটা কেনার পেছনে কোন যৌক্তিকতা ছিল না । আমি মূলত সামাজিক গল্প এড়িয়ে

চলি । নেহাত আমার সংগ্রহে কোন কালো পাতায় সাদা ছাপা বই ছিলোনা তাই বইটির কিছু পাতার ছবি ফেসবুকে

দেখে তৎক্ষণাৎ অর্ডার করে ফেলি ।




 এই কাহিনীর মূল চরিত্র তাকাকো জীবনের ঘাত প্রতিঘাতে বিপর্যস্ত হয়ে কিছুদিন পুরাতন বইয়ের মাঝে আশ্রয়

নেয় । সাতোরু মামা নিজের ভাগ্নিকে  দুঃসময়ে আশ্রয় দেন এক বইঘরে । তাকাকো  নতুন সাথী খুঁজে পায় মানুষ

এবং বইয়ের মাঝে । মামার জীবনেও ভাঙা সম্পর্ক জোড়া লাগে । অতীত ভুলে ঘুরে দঁড়িয়ে আবার মূল স্রোতে

ফেরার এ এক ভাল লাগার কাহিনী । এরকম বিষয়ে প্রচুর ভাল  লেখা আগেও হয়েছে , ভবিষ্যতেও হবে ।

তবু বার বার পড়লেও পুরোনো লাগবেনা । কাহিনীর গতি প্রবাহ একটু অলস , চরিত্ররাও একমুখি , প্লটে কোনই

চমক নেই তবুও বই ভালবাসলে এই লেখা  আপনার ভাল লাগতে পারে । প্রথম অংশের পুরোনো বইয়ের গোছানো

সুন্দর দোকান আর কফি হাউসের যে চিত্রটা রয়েছে তার সাথে আমাদের ব্যাঙ্গালোরের চার্চস্ট্রিটের অনেকগুলো 

 শনিবার প্রায় নিখুঁত ভাবেই মিশে যায় । আমার ভালো লাগাটা এখানেই ।  




বইটি নীলক্ষেতের বইবাজার কে উৎসর্গ করা হয়েছে , কাজেই অনুমোদিত কিনা সেই আলোচনায় আর গেলামনা ।

তবে প্রচ্ছদ এর জন্য  মূল শিল্পীকে কৃতজ্ঞতা জানালে খুশি হতাম ।

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)