একটি কাল্পনিক বিজ্ঞাপন

 


শীতকালে কমলা লেবু আর মোয়ার সাথে বাঙালির ঘরে বইয়েরও  আবির্ভাব ঘটে । সারা বছর বইপাড়ায় যাওয়ার সময় না পেলেও এই সময়ে অনেকেই কোন না কোন বইমেলায় একবার অন্তত ঘুরে আসেন । ইদানীং প্রতি পৌরসভায় উৎসব আর জেলায় জেলায় বইমেলার প্রচলনের ফলে পাঠক সংখ্যা অল্পবিস্তর  বেড়েছে । প্রেম , সামাজিক উপন্যাসের জনপ্রিয়তা  বেড়েছে । সেই সাথে বাংলার ঘরে ঘরে লক্ষণীয় ভাবে বেড়েছে পিশাচসিদ্ধ তান্ত্রিকের সংখ্যা।  একমাত্র বিজ্ঞান নির্ভর কল্পকাহিনী বাদে প্রায় সমস্ত ধরনের লেখাই কম বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ।  


 এটা প্রমাণিত সত্য , যে সমাজে কল্পবিজ্ঞান  বিষয়ক কথাসাহিত্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সেখানে  বিজ্ঞান ও

প্রযুক্তি অনেক উন্নতি করে । ব্যক্তিগতভাবে আমি মনে করি সর্বক্ষণ কুসংস্কার ও অভিশাপের  ভয়াবহ পরিণাম

নিয়ে চিন্তা করার থেকে বর্তমানের  সীমানা ছাড়িয়ে অনাবিষ্কৃত প্রযুক্তির কাল্পনিক চিত্র নিয়ে বিমোহিত হওয়া ভালো

। লক্ষণীয়ভাবে  এখনকার অনেক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির কথা  কল্পবিজ্ঞান লেখকেরা বহু আগেই

কল্পনা করে গেছেন।  হয়তো বিজ্ঞানের সাধকেরা এই সব কল্পকাহিনীর   মধ্যেই  নিজেদের অনাবিষ্কৃত জগতের

শিকড় খুঁজে পান  । মহাকাশ ভ্রমণ , স্পেস প্রোব, এক্সপ্লোরেশন  রোভার, এবং এমনকি অন্যান্য গ্রহে উপনিবেশ 

গড়ার পরিকল্পনা একালের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলেও তা  কল্পবিজ্ঞান-সাহিত্যে আলোচনা করা হয়ে গেছে

বহুকাল আগেই ।    


শৈশব কল্পবিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার  আদর্শ সময় । কল্পবিজ্ঞান  শিশু মনে অজানা সম্পর্কে কৌতূহল

বাড়িয়ে তোলে । বিজ্ঞানের বিভিন্ন শাখা , প্রযুক্তি বিদ্যা , গণিত ইত্যাদিকে ভালবাসতে শেখায় । কৈশোরে এই

কল্পবিজ্ঞান জটিল সামাজিক সমস্যাগুলোর সাথে পরিচয় করায় । সামাজিক বোঝাপড়া এবং মানসিক সম্পর্কের 

টানাপোড়েনের সহজপাঠও কল্পবিজ্ঞান-সাহিত্যে খুঁজে পাওয়া যায় । উদীয়মান  প্রযুক্তি এবং সমাজে তার প্রভাব

সম্বন্ধে সাধারণ ধারণা তৈরী হলে তা কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ ক্যারিয়ার অন্বেষণে সাহায্য করবে ।এই সময়ে

বসে আমার মনে হয় প্রাপ্ত বয়স্কদের মধ্যে কল্পবিজ্ঞান-সাহিত্য পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা

নিতে পারে । কাকু জেঠু দাদুদের স্ট্রেস-পূর্ন কঠিন বাস্তব জীবনে কল্পবিজ্ঞান নার্নিয়ার আলমারিটার মতন একটা

জাদু পোর্টালের কাজ করতে পারে।  


মোদ্দা কথা হল বিজ্ঞান নির্ভর কল্পনা-চর্চা চিন্তাশীল উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  তাই এবার

বইমেলায় অন্তত  মাছভাজা খাওয়ার বাজেট কমিয়ে একটা কল্পবিজ্ঞানের বই কেনার কথা  মাথায় রাখবেন । 

(DALL·E 2 দিয়ে বানানো ছবিটা শুধু দৃষ্টি আকর্ষণের জন্য )

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)