ইভান ইয়েফ্রেমভ গল্প-সংকলন (পাঠ_প্রতিক্রিয়া )

 #পাঠ_প্রতিক্রিয়া

বই            : ইভান ইয়েফ্রেমভ গল্প-সংকলন

অনুবাদ: শুভময় ঘোষ

প্রকাশক   : কল্পবিশ্ব

মুদ্রিত মূল্য : ৪০০/-

সোভিয়েত জীবাশ্মবিদের লেখা এই কল্পবিজ্ঞান গল্প-সংকলন এ আছে ৮ টি ভিন্ন স্বাদের কল্পকাহিনী ।

ফ্যান্টাসি আশ্রিত এই লেখা গুলো একটু ভিন্ন ধারার, বলা যায় ইতিহাস আশ্রিত কল্পবিজ্ঞান । অত্যাধুনিক প্রযুক্তির বিস্তারিত বর্ণনা না থাকলে এডভেঞ্চার ,বৈচিত্রময় চরিত্র আর সম্পর্কের টানাপোড়েনের উপাদান প্রতিটি লেখাকেই আকর্ষণীয় করে তুলেছে । বইয়ের শুরুতে লেখকের আত্মজীবনীসম ভূমিকাটা এই বইয়ের একটা বাড়তি পাওনা ।

অতীতের ছায়া  : আপনি যদি বইটার প্রচ্ছদ দেখে আকর্ষিত হয়ে থাকেন , তাহলে ওই লেখাটা এই গল্পেই পাবেন । কোটি কোটি বছর আগের অতীতের ছায়ার রঙিন ছবি তোলা মহাকাশের ক্ষেত্রে ইতিমধ্যেই সম্ভব । তবে এখানে কাহিনীর নায়ক এক সরীসৃপ আর নিকিতিন ।

নুর-ই-দেশ্‌ৎ মানমন্দির : তেজস্ক্রিয়তার বিভিন্ন পার্শপ্রতিক্রিয়ার কথা জানা থাকলেও , রেডিয়াম যে নতুন ভালবাসার সেই ভালোলাগার অনুভূতি অনুভব করতে পারে , এইটা জানা ছিলনা ।

টাসকারোরার অতল তল : সমুদ্রে “গুপ্তধন” পাওয়ার জমজমাট এডভেঞ্চার ।

চাঁদের পাহাড়: এই পাহাড়ে বুনিপ না থাকলেও আফ্রিকা আছে । সাইবেরিয়া অভিযানের বিস্তারিত বর্ণনার মাঝে একটা আকর্ষণীয় ধারণার কথা লেখা আছে । হাতি কি সত্যি এত বুদ্ধিমান ?

দেনি-দের : এই এডভেঞ্চার তা সোনার খোঁজে হ্রদের পাশে ।ছবির মোট প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে  মৃত্যুফাঁদ ।

ওলগই-খরখই : এতো পুরো ডিউন এর sandworm । তবে আকারে বোধহয় ছোট এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন । নামটা বেশ ভালো ।

সাদা শিং : উসোলৎসেভ এর জায়গায় গল্পের নায়কের নাম কোনান বা হারকিউলিস হলেও ঠিকই মানিয়ে যেত । এ এক অদম্য নায়কের বীর গাথা । আমার কাছে এটাই সেরা গল্প এই সঙ্কলনের ।

তারার জাহাজ : কল্পবিজ্ঞান মানে যদি আপনি ভিনগ্রহের মানুষদের কথা পড়ার আশা করে থাকেন তা হলে এই লেখাটা আপনার জন্য ।

রাশিয়ান সংস্করণের মূল অলংকরণ গুলির সাথে প্রতিটি গল্পের প্রথম অক্ষর খুব সুন্দর ভাবে মিশেছে ।

কল্পবিশ্বের বইগুলির নির্মাণশৈলি নিয়ে নতুন করে কিছু লেখার নেই , খুবই মনোজ্ঞ । তবে অনুবাদকের কলমে , কাহিনী গুলোর সম্বন্ধে দু চার কথা নিয়ে প্রতিটি গল্পে (মূল গল্পের নাম সহ) ছোট করে টিকা থাকলে ভাল লাগতো । ইভান ইয়েফ্রেম এর অন্যান্য বিখ্যাত লেখা / উপন্যাস গুলো নিয়ে এরকম সুন্দর আরো কিছু বইয়ের অনুরোধ রাখলাম ।



Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)