ব্যরিটোন (পাঠ_প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া
বই : ব্যরিটোন
সম্পাদনা : পার্থ দে
প্রকাশক : বইবন্ধু
মুদ্রিত মূল্য : ৩৯৯
একটা ভালো থ্রিলার লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো চর্বিহীনতা । গল্পের শব্দ সংখ্যা যত কম হবে মেদহীনতার গুরুত্ব ততই বাড়তে থাকে ।
ব্যরিটোন গল্প সংকলনের ১৩ টি গল্পই বাহুল্য বর্জিত এবং উত্তেজনাপূর্ন । প্লট টুইস্ট , উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ এবং কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত বিপদের একটা চাপা অনুভূতি
বইটাকে unputdownable এর পর্যায়ে নিয়ে গেছে । ব্যক্তিগত পছন্দের কয়েকটা গল্প নিয়ে নিচে আলোচনা করলাম ।
নন্দিনী: এক নির্যাতিতার প্রতিশোধের ঘটনা বললে , আসলে কিছুই বলা হয়না । এত সুন্দর টুইস্টেড লেখা সম্বন্ধে আর কিছু বলে পড়ার আনন্দ মাটি করতে চাইনা ।
একা অথবা: ব্যাঙ্গালোরে কালো আঙুরের রস একটা অতি জনপ্রিয় পানীয় । এই লেখাটা পড়ার পর অন্তত কিছুদিন কালো আঙুর দেখলে অস্বস্তি লাগতে পারে ।
স্ট্রবেরি ফ্লেভার: এই ধরনের ছোট গল্প আমি বেশ উপভোগ করি । প্রতি ১-২ পাতায় গল্পের দিক পরিবর্তন হচ্ছে । লেখার পরিসমাপ্তি নিয়ে পাঠক প্রথম থেকে শেষ অবধি ধন্দে
রয়ে যাবেন ।
মাঝদরিয়ায় আইলো তুফান: সমুদ্র অভিযান নিয়ে চমৎকার একটা হরর ফ্যান্টাসি ।
শেষ ঠিকানা: এই লেখাটির নিখুঁত প্রাকৃতিক বর্ণনা ভিল রাজ্যের অভিযান এর মূল কাহিনীকে প্রাণবন্ত করে তুলেছে ।
রোগ: চরিত্রের নামকরণ বিশেষ ভাবে মন কেড়েছে । প্রকৃতি কে নিয়ে অতিপ্রাকৃত ভয়ের কাহিনী ।
কালনিশি: বুদ্ধিদীপ্ত একটা মার্ডার মিস্ট্রি । এটা উপন্যাস হলে আরো বেশি ভালো লাগতো ।
সম্পাদক কে ধন্যবাদ ,মনের মত একটা থ্রিলার সংকলন উপহার দেওয়ার জন্য । এই সংকলনের সিরিজ করার অনুরোধ রাখলাম ।
Comments
Post a Comment