ইবাইজা মেশিন (পাঠ_প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া
বই : ইবাইজা মেশিন
লেখক : রুশদী শামস
প্রকাশক : কল্পবিশ্ব
মুদ্রিত মূল্য : ৩০০/-
বাংলায় হার্ড সাইফাইয়ের মৌলিক ছোট গল্পের সংকলন খুব বেশি নজরে আসে না। এই বইটি সেই অর্থে একটি ব্যতিক্রমী উদ্যোগ । রুশদী শামসের লেখার সাথে আমি পূর্ব পরিচিত ছিলাম না ,তবে বইটা শেষ করবার পর মুগ্ধ হয়ে গেছি। এই বইটির ১৪ টি গল্প ভরে রয়েছে হালকা ডিস্টোপিয়া মেশানো ধূসর ভবিষ্যতের রোজনামচা । বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রাচুর্য রয়েছে , তবে কঠিন বৈজ্ঞানিক ধারণার ক্ষেত্রে সাহায্যকারী টিকাও দেয়া রয়েছে । নিচে আমার পছন্দের কয়েকটি গল্পের মূল বিষয়বস্তু উল্লেখ করবার চেষ্টা করলাম। স্পয়লার না দেওয়ার চেষ্টা করেছি, তবে স্পয়লার থাকতে পারে ।
নরক : এই বইয়ের বাকি ১৩ টা লেখার থেকে এই লেখাটিকে আলাদা করে রাখবো । ওয়ার্মহোলের মধ্যে দিয়ে সময় ভ্রমণ আমার একটু পছন্দের বিষয়।তুলনামূলক ভাবে গল্পটি অন্য লেখাগুলোর থেকে একটু বড় হলেও, এটা একটা উপন্যাস হলে বেশি ভাল হত ।
জীব : এক পাতার একটা গল্প , কিন্তু শেষ লাইনেই সব কিছু পালিয়ে যায় । বেশ চমকপ্রদ ।
ইবাইজা মেশিন : টেলিপোর্টেশন এর ওপর মেদহীন, টানটান উত্তেজনাপূর্ন একটা ছোট গল্প । এটার প্লট টুইস্ট ও খুবই ভাল লেগেছে ।
বিদায় : ভবিষ্যতের পোষ্য তৈরির কারখানার কথা ।
সময় শকট: সময় অভিযান নিয়ে একটু অন্য ধরনের লেখা ।পৃথিবীর ধ্বংস জানতে গেলে , বর্তমানের কোন জিনিসটা ধ্বংস হতে পারে ? কি মনে হয় !
ম্যাজিক কিউব : এটা অনেকটা সিমুলেশন থিওরির ধারণার ওপর ভিত্তি করে লেখা ।
অনুভূতি : এই লেখাটির নামকরণ যথার্থ। রোবটেরা আর যাই বুঝুক এই জিনিসটা বুঝবে না ।
প্রত্যাবর্তন : কোনভাবে সেই স্টিমের যুগে ফিরে গেলে কেমন হবে ? ইলেকট্রিক ছাড়া যন্ত্রের যুগে ফিরে যাওয়ার উপায় বলা আছে এখানে ।
ত্রাতিহানের স্বপ্ন : ঈশ্বর পৃথিবী ভালোবাসা, তবে রোবটের বয়ানে ।
নাল হাইপোথিসি : আর্টিফিশিয়াল সিঙ্গুলারিটি নিয়ে আমার যেহেতু কোন ধারণা নেই তাই এই লেখাটার মূল বক্তব্য বুঝলেও পুরোটা বুঝতে পারেনি। বাংলা কল্পবিজ্ঞানে নতুন কিছু ভাবতে শেখার সুযোগ খুব বেশি পাওয়া যায় না, এই লেখাটা আমার কাছে ব্যতিক্রমী ।
মা : যন্ত্রপ্রেমী মা , ছবি আঁকা রোবট আর এক প্রবল সৌর ঝড়ের কাহিনী ।
দূর থেকে দেখলেও , জেব্রার গায়ের মতো নকশা করা প্রচ্ছদের এই বইটি নজর কারতে বাধ্য ।উজ্জ্বল বাবুর অসাধারণ শিল্পকলার তালিকায় এই প্রচ্ছদটিও যোগ হল । ডিসটুপিয়ান ভবিষ্যৎ, সময় ভ্রমণ, মানুষ এবং রোবটের ভালোবাসা ও শত্রুতা এবং কিছু কঠিন বিজ্ঞান মিশিয়ে ইবাইজা মেশিন একটা সর্বাঙ্গ সুন্দর কল্পবিজ্ঞান সঙ্কলন ।
Comments
Post a Comment