কুহককাল (পাঠ_প্রতিক্রিয়া )
#পাঠ_প্রতিক্রিয়া
বই : কুহককাল
লেখক : অঙ্কিতা
প্রকাশক : কল্পবিশ্ব
মুদ্রিত মূল্য : ৬৪৯/-
প্রথমেই বলে রাখা ভালো এই সিরিজের প্রথম(দ্বিতীয় ?) বইটি আমার পড়া হয়নি । কাহিনীর কোন চরিত্র যা ভাবছেন সেটাই বাস্তবায়িত হয়ে যাচ্ছে এরকম লেখা আগে পড়ে থাকলেও , বাংলা মেটাফিকশন ফ্যান্টাসির সাথে এটাই আমার প্রথম সাক্ষাৎ। তুলনামূলক আলোচনার মাধ্যমে এই লেখার মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব নয়।
কালসন্দর্ভার জগতের বিস্তার ঘটেছে এই লেখায় । একক উপন্যাস হিসাবে পড়তেও বিন্দুমাত্র অসুবিধা হয়নি । শুরুতে গঙ্গাবক্ষে অভিযান এবং পৈশাচিক জন্তুর আবির্ভাব হেমেন্দ্র কুমারের যেকোন অ্যাডভেঞ্চার কে মনে করিয়ে দেবে। কাহিনী একটু এগোতে মনে হল এটা হয়তো কোন ড্রাগ এডিক্ট টিনএজ প্রেমের গল্প হতে চলেছে। তারপর মনে হল এটা সিরিয়াল কিলারের গল্প হতে চলেছে। এর মাঝে খেয়াল করছিলাম কিছু কিছু অধ্যায়ে নাম্বার নেই। এই সব কিছু ভাবতে ভাবতে ১৫ তম অধ্যায়ে পৌঁছে বুঝলাম ব্যাপারটা আসলে কি চলছে। তারপর আবার ফিরে গিয়ে প্রথম থেকে শুরু করলাম, এইবার স্টোরিলাইন একটু ভালো করে বুঝতে পারলাম। মূলত তিনটি সময় জুড়ে এই কাহিনীর চলাফেরা। প্ৰথমে ত্রৈলোক্যনাথের কঙ্কাবতী প্রকাশকালের সময়কার প্রাচীন বাংলা, পরে ১৯৫০ এর অস্ট্রিয়া, আর শেষে ফসিলস এর অ্যালবাম রিলিজ হয় এরকম কোন সময়ে দমদম এর কাছাকাছি কোন জায়গা । এর বাইরেও কঙ্কাবতীর জগৎ আছে। যার স্থান কাল পাত্র নিজের মতো করে কল্পনা করে নিতে হয়। আক্ষরিক অর্থে বিশেষ ভাবে সক্ষম কহ্নার অবাধ যাতায়াত এই জগতে । বইটিতে কোন অলঙ্করণ না থাকলেও প্রতিটি বর্ণনা নিখুঁত ও প্রাণবন্ত । আমি অস্ট্রিয়ার প্রাসাদে নতুন প্রাণ সৃষ্টির বর্ণনাটা বেশ উপভোগ করেছি । কল্পবিজ্ঞান লেখকদের বিদ্রুপের সম্মুখীন হওয়ার ঘটনা, বা ব্যাংকে সাধারণ পরিষেবা পাওয়ার জন্য দিনের পর দিন ঘুরতে থাকার ঘটনা বাস্তব থেকে তুলে আনা। কাহিনী মোটামুটি দ্রুতলয়ে এগিয়েছে , শেষের একশ পাতার কিছু বেশি একটানা পড়ার দাবি রাখে । শেষ সমন্ধে কিছুই প্রকাশ করছিনা , তবে উত্তেজনা এবং অনিশ্চয়তার মধ্যে ঘটনাপ্রবাহ এগিয়ে নিয়ে পাঠকের মনোগ্রাহী পরিসমাপ্তি ঘটাতে লেখিকা চূড়ান্ত সফল হয়েছেন ।
বইটি বিশাল হলেও ছোট ছোট অধ্যায় বিভাজন, দ্রুত পড়তে সাহায্য করেছে। কিছু অংশে মনে হয়েছে একটু কমানো যেত , তবে সিরিজ সম্পূর্ণ না হলে এ ব্যাপারে মন্তব্য করা অবান্তর । বিভিন্ন পাশের উল্লেখ, জগতের বিভিন্ন স্তরের কথা আর কঙ্কাবতীর জগতের স্তোত্রগুলি আমার মতো গোলা পাঠকের একটু কঠিন লাগতে পারে । কিছু ক্ষেত্রে টিকা থাকলে হয়তো বুঝতে সুবিধা হতো ; আজকাল আমরা টিকা পড়তে ভালবাসি । সুন্দর নামের চরিত্র আর বিভিন্ন গোষ্ঠী গুলির পরিচিতি নিয়ে বইয়ের শুরুতে একটি তালিকা থাকলে কিছু বিভ্রান্তি দূর হবে । আর সামান্য কিছু অলঙ্করণ থাকলে বইটি আরো মনোগ্রাহী হয়ে উঠতো ।
কল্প বাস্তবের মেলবন্ধনের এই জগতের কথা খুবই উপভোগ্য । এই সিরিজের অন্য লেখাগুলি আশা করি দ্রুত হাতে পাব ।
Comments
Post a Comment