রাও (পাঠ_প্রতিক্রিয়া)

#পাঠ_প্রতিক্রিয়া


বই : রাও

লেখক :  অভিনব রায়

প্রকাশক : শব্দ



প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পাশ্চাত্যে এক ভারতীয়ের আগমন । নিজের পাওনা বুঝে নেওয়ার পাশাপাশি রাও বেশ কয়েকবার রক্ষাকর্তার ভূমিকাও নেন। বৃষ্টির প্রেক্ষাপটে সদ্য প্রাচীন ইংল্যান্ডের বর্ণনা ,তার সাথে চরিত্রের নাম এবং নিখুঁত কল্পনার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান নিপুণভাবে মিশিয়ে , পাঠকের মনে এক মায়াবী অভিজ্ঞতার সৃষ্টি করতে লেখক সক্ষম হয়েছেন । ৩/৪ পাতার এক একটি অধ্যায় অতি দ্রুত কাহিনী এগিয়েছে। 


পরের গল্পে সময় নদীর বাঁক বদলেছে । মেক্সিকোর পটভূমিতে লেখা ,  রাও এর এই অভিযানে  ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শত্রু , এক বিদেশী বিশ্বাসঘাতক শাস্তি পেয়েছে । মেক্সিকোর সরাইখানার লড়াই , চোরাচালানকারীদের গতিবিধি, বাদ্যযন্ত্রের ভেতরে অস্ত্র রাখার বর্ণনা আমাকে desparato সিনেমাটার কথা মনে করাচ্ছিল । দক্ষিণ আমেরিকার পটভূমিকায় রাওয়ের এই অভিযানের সাথে তুলনীয় কোন বাংলা লেখা আগে পড়া হয়নি।


রাও এর বর্ণনা পড়ে মনে হয় না প্রচ্ছদের মানুষটি রাওকে অনুকরণ করে আঁকা হয়েছে। অন্তত ওয়েস্টার্ন সিনেমার আদলে বর্ণিত লড়াই এর জায়গা গুলোয় যদি কিছু অলংকরণ থাকতো, জমে যেত।


শেষ কবে সদ্য পরিচিত লেখকের দুটি নতুন লেখা একসাথে পড়েছি মনে পড়েনা । অভিনব বাবুর দুটি বই একসাথে পড়ছিলাম , এক কথায় অভিভূত । ওনার পরবর্তী লেখার প্রতি নজর থাকবে ।

Comments

Popular posts from this blog

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

কল্পবিশ্বের নাগরিক

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)