দস্যু দীনবন্ধু সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : দস্যু দীনবন্ধু সমগ্র
লেখক : হেমেন্দ্র কুমার রায়
সম্পাদক : প্রদোষ ভট্টাচার্য , অভিরূপ মাশ্চরক
প্রকাশক : কল্পবিশ্ব
মূল্য : ৫০০
সত্যি কথা বলতে এই বইটি হাতে পাওয়ার আগে আমি এই চরিত্রের ব্যাপারে কিছুই জানতাম না। হেমেন্দ্রকুমার আমার অতি প্রিয় লেখক । ওনার লেখার মূল আকর্ষণ সহজ বোধগম্যতা । মাথা কাটানোর বিশেষ অবকাশ থাকে না , তবে সহজ ভাষায় বিভিন্ন দেশি বিদেশী প্রেক্ষাপটে বর্ণিত লোমহর্ষক অভিযান আত্মস্থ করতে বেশ ভালই লাগে।
অরুণ বরুণ আর প্রশান্ত কে নিয়ে তৈরি দস্যু দীনবন্ধুর জগত । মোট পাঁচটি কাহিনী নিয়ে এই সমগ্র । অরুণ এক সাহিত্যিক , বরুণ কেন্দ্রীয় চরিত্র এবং ইনি লাল কালিতে চিঠি লিখতে ভালবাসেন । এছাড়াও আছেন পুলিশ কর্মী প্রশান্ত যাকে সব কাহিনীতেই অশান্ত বলে উল্লেখ করা হয়েছে। সূর্য করের দ্বীপের পটভূমি আলাদা, বাকি চারটি কাহিনী ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সাথে । পুলিশের চোখে ডাকাত কখনো পুলিশের সামনে এসেও ধরা পড়ে না , কখনো আবার ধরে ফেলেও ধরে রাখা যায় না । কখনো ডাকাত পুলিশের হয়ে অন্য ডাকাত ধরে দেয়, আবার কখনো পুলিশের বাড়িতে বসে অযাচিত নিমন্ত্রণ রক্ষা করে আসে । সূর্যকরের দ্বীপে আবার ডাকাত পুলিশ এক হয়ে বোর্ণিওর জঙ্গলে এক হত্যাকারী ও তার পোষ্যের বিরুদ্ধে অভিযানে যায় ।
একজন সম্পাদকের কি ভূমিকা হতে পারে তাই নিয়ে অনেক আলোচনা চোখে আসে। এই লেখায় সম্পাদক শুধু টীকা লিখেছেন বললে খুবই কম বলা হবে। আমি গল্পের বইয়ের বেশি টিকা পড়তে পছন্দ করিনা , তবে এই দস্যু দীনবন্ধুর মত টিকা হলে আলাদা কথা । সেই সময়ের প্রচলিত উপমা যার সাথে নতুন পাঠক হয়তো পরিচিত নন , সেই সময়ের বাংলা শব্দ এখন অতটা প্রচলিত নয়, বা প্রচলিত কোন শব্দ যা আগে অন্য ভাবে ব্যবহূত হত , এমনকি ঐতিহাসিক কোনো চরিত্র যিনি বর্তমানে জনপ্রিয় নন, এসব কিছুরই সুন্দর ব্যাখ্যা দেয়া আছে টিকাতে।অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক ছবি এবং অন্তর্জালের দিকনির্দেশও দেয়া হয়েছে । শিক্ষকের মতন একেবারে হাতে ধরে বুঝিয়ে দেওয়ার মত করে ভূমিকা,টিকা গুলো লেখা হয়েছে । এই লেখাগুলো সংগ্রহের কাহিনী যা ভূমিকায় লেখা আছে, তা বেশ উপাদেয় । ছাপা ও পাতা যথারীতি উচ্চ মানের। রঙিন মলাটের ভেতরে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এ পুরো ছবিটাই ছাপা থাকে , এটা বেশ ভালো বেশ ভালো ব্যবস্থা । বহু পুরনো বইতে যখন মলাট ছিড়ে যায় , তখনো বইটি সুন্দর দেখতে লাগে।
হেমেন্দ্রকুমারের সব লেখা আমার পড়া নেই , তাই হয়তো বলা ঠিক হবে না । তবে একটি দুটি লেখা বাদে বাকি লেখাগুলো হয়তো ওনার সেরা লেখার মধ্যে স্থান পাবেনা । তবে পুরনো বাংলার স্বাদ নিতে হলে বা জয়ন্ত মানিক / বিমল কুমার এদের ভালবেসে থাকলে দস্যু দীনবন্ধু অবশ্য পাঠ্য। গল্পগুলো অতি সুখপাঠ্য , মাখনের মত এগিয়ে দ্রুত পড়ে চলা যায় ।
Comments
Post a Comment