মোহনপুরের মায়াজাল(পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : মোহনপুরের মায়াজাল
লেখক : সুদীপ দেব
প্রকাশক : বইবন্ধু
মূল্য : ২৫০
মোট পাঁচটি লেখা নিয়ে মোহনপুরের মায়াজাল তৈরি হয়েছে । কল্পবিজ্ঞান ,ফ্যান্টাসি আর ভুতের মেলবন্ধনে প্রতিটি কাহিনীকেই বেশ সুখ পাঠ্য করে তুলেছে।” ভূত গ্রহের বিজ্ঞানীরা” আর “ অনেকটা গল্পের মতই” এই দুটো লেখাই মূলত ভূত মিশ্রিত রহস্য । ভয় নেই কিন্তু চমক আছে ,ঠিক যেরকম ভূতের গল্প আমার মনে ধরে। সুদীপবাবুকে এর আগে সত্যজিতের লেখা সম্পূর্ণ করতে দেখেছি। এই বইতে তিনি রেবন্ত গোস্বামীর একটি লেখা সম্পূর্ণ করেছেন। ভবিষ্যতে অদ্ভুতুড়ে সিরিজের কোন লেখা যদি সম্পূর্ন করবার প্রয়োজন পড়ে তবে নিঃসন্দেহে উনি সেই কাজের একজন যোগ্য দাবিদার। মোহনপুরের মায়াজাল পড়তে পড়তে মনে হচ্ছিল পাতা উল্টে আরেকবার লেখকের নাম দেখেনি । সেই ভাল লাগার গ্রামের সহজ মানুষ, সরল ভূত , মিষ্টি দাদু ,বুরুন এখানে বুবুল , এলিয়েন ,অন্য গ্রহ আর তার সাথে অদ্ভুত সেই সব নামকরণ । এককথায় দুর্দান্ত অভিজ্ঞতা । ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখক কে ধন্যবাদ ।
Comments
Post a Comment