ফ্ল্যাট ল্যান্ড (পাঠ_প্রতিক্রিয়া)



বই : ফ্ল্যাট ল্যান্ড 

লেখক :  এডউইন এবট 

প্রকাশক :  আফসার ব্রাদার্স

মূল্য : ২৭৫






ফ্ল্যাট ল্যান্ড  আসলে দ্বিমাত্রিক জগতের সীমার মধ্যের এক কাল্পনিক জীবন কাহিনী । যা এই জগতের বাসিন্দা এক বর্গক্ষেত্র, লিপিবদ্ধ করেছেন । ১৮৮৪ সালে লেখা এই নভেলা কিছু জ্যামিতিক আকারের মাধ্যমে দ্বিমাত্রিক জগতের সীমাবদ্ধতাকে রূপক হিসাবে ব্যবহার করে  ভিক্টোরিয়ান সমাজের পরিকাঠামো ,শ্রেণীতন্ত্র ইত্যাদি সম্বন্ধে ব্যঙ্গ করেছেন । রূপকের চতুর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কঠিন দার্শনিক ধারণার বর্ণনা থাকলেও ফ্ল্যাট ল্যান্ড একটি সহজবোধ্য রম্য রচনা মতন পড়ে ফেলা যায় । 


নভেলাটি  দুই ভাগে বিভক্ত । প্রথম ভাগে দ্বিমাত্রিক বিশ্বের ওয়ার্ল্ড বিল্ডআপ । গল্পটা মোচড় ন্যায় যখন উচ্চমাত্রার বাসিন্দা স্ফিয়ারের সাথে বর্গের আলাপ হয় । এই সাক্ষাৎ কাহিনীর মূল চরিত্র কে নিজের জগতের সীমাবদ্ধতা গুলো বুঝতে সাহায্য করে । সে তার বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং কাহিনীর দ্বিতীয় ভাগে এক দার্শনিক যাত্রায় বেরিয়ে পড়ে। ভিক্টোরিয়ান সমাজ ব্যবস্থার সাথে সুপরিচিত না হওয়ার ফলে অনেক জায়গায় রূপকের ব্যবহার হয়তো বুঝতে পারেনি । তবে বইটি পড়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি । 


শুধুমাত্র সামাজিক আলোচনা নয় , এতে  গাণিতিক এবং জ্যামিতিক চিন্তার ও প্রচুর অবকাশ আছে। আমার মনে হয় এই লেখাটি আধুনিক কল্পবিজ্ঞানের যোগ্য পূর্বপুরুষ। সাইন্স ফিকশনের উপাদান হিসেবে বিভিন্ন মাত্রার জগতের কথা , উচ্চতর মাত্রার প্রতিনিধির কাছে অন্য মাত্রা জগতের ব্যাখ্যা দেওয়া, বিভিন্ন জগতের প্রতিনিধিদের উপলব্ধির সীমাবদ্ধতা অনুসন্ধান করার উল্লেখ রয়েছে। তবে প্রযুক্তিগত ব্যাখ্যার থেকে সামাজিক ব্যঙ্গ এবং দার্শনিক চিন্তাধারার ওপরে বেশি জোর দেয়া হয়েছে।

তাই আমার মতে  এটি একটি সায়েন্স ফ্যান্টাসি ।


প্রসঙ্গত , ব্র্যাডবেরির একটি গল্পে (The shape of things,১৯৪৮)  মানুষের ঘরে একটি ছোটো  নীল পিরামিডের জন্ম হয় । এবং দুই জগতের একে  অন্যের  সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ গুলোর কথা ফ্ল্যাট ল্যান্ড পড়তে গিয়ে মনে পরে গেল । এবোটের এই ক্লাসিক ব্র্যাডবেরির মনে ধরেছিলো কিনা জানা নেই ।

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)