পুরাণের সমান্তরাল (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : পুরাণের সমান্তরাল
লেখক : এস এম নিয়াজ মাওলা
প্রকাশক : আজব
মূল্য : ৬০০
একটা প্রশ্ন youtube এবং facebook এর বিভিন্ন আলোচনা মাঝে মাঝে চোখে পড়ে বিভিন্ন জায়গার পিরামিডের মধ্যে এত সাদৃশ্য কেন ? শুধু পিরামিড স্থলপথে যাওয়া যায়না , সম্পূর্ণ বিচ্ছিন্ন দুটি জায়গার মধ্যে প্রাচীনকালেও অনেক সাদৃশ্য দেখা যায়। পুরাণের সমান্তরালে এই প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর পাই (অবশ্যই কাল্পনিক)। বইটির মলাটে তিনজনের (কুয়েটজালকোয়াটল,ব্রহ্মা এবং ট্রয়) নাম থাকলেও দ্বিতীয় জনের আগমন একেবারেই শেষে হয়েছে। আন্দাজ করছি উনি পরের বইতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন । এই বইয়ের ভূমিকা করতে পড়তে পড়তে কখন মূল লেখায় ঢুকে গেছি বুঝতেই পারিনি । দক্ষিণ আমেরিকার এক লাইব্রেরীতে এই গল্পের সূত্রপাত।আজটেক বংশের এক বংশধর চিমহলি, এক বাঙালির হাতে অভিশপ্ত এক পান্ডুলিপি তুলে দেন। এই ভদ্রলোকের নাম আমরা জানতে পারি না কিন্তু পরিচিত এই ভদ্রলোককে লেখক পরিভদ্র বলে সম্বোধন করেন। প্রাচীন সেই ভাষা শিখে পরিভদ্র এই অভিশপ্ত পান্ডুলিপির অনুবাদ করেন। কুয়েটজালকোয়াটল , এই লেখায় দক্ষিন আমেরিকা থেকে শুরু করে সিন্দাবাদ নাবিকের মতন সমুদ্র যাত্রা করেন । গ্রিসে পৌঁছে তাদের কৃষি ব্যবস্থার পাঠ দেন । জিউস সহ অন্যান্য গ্রিক দেব-দেবীদের সাথে রাজনীতিতে জড়িয়ে পড়েন । ট্রয়ের হেলেনের সাথে দেখা হয় । তবে হেলেনের গল্প কিন্তু এখানে পাল্টায়নি । গ্রিক পুরাণে, আমার প্রিয় চরিত্র প্রমিথিউস একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন । শেষ অংশ রাম সীতার গল্পের উল্লেখ থেকে বুঝতে পারছি গল্পের পরবর্তী অংশ আরও বেশি বোধগম্য হবে আমার কাছে।
লেখকের অন্য বইগুলি মতই ঝকঝকে প্রোডাকশন , সুন্দর পাতায় ছাপা। প্রচুর অলংকরণও আছে। একটা নতুন জিনিস লক্ষ্য করলাম।এআই শিল্পী কেও স্বীকৃতি দেওয়া হয়েছে।ব্যতিক্রম এই উপন্যাসের পরবর্তী পর্যায়ের অপেক্ষায় রইলাম ।
Comments
Post a Comment