লোলার জগৎ (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : লোলার জগৎ
লেখক : মোহাম্মদ সাইফুল ইসলাম
প্রকাশক : কল্পবিশ্ব
মূল্য : ৪৫০
মঙ্গল গ্রহ নিয়ে মাতামাতি বোধহয় কল্পবিজ্ঞান লেখার শুরুর সময় থেকেই । এই রিভিউ লেখার সময় পর্যন্ত মঙ্গলে মানুষ পা না রাখলেও এত বিস্তারিত কল্পনা প্রসূত প্রাকৃতিক বর্ণনা আর কোন গ্রহকে নিয়ে লেখা হয়নি। মঙ্গল গ্রহ নিয়ে সৃষ্ট কথা সাহিত্য যুগে যুগে থিম বদলেছে । কখনো যুদ্ধের প্রাধান্য, কখনো প্রাগৈতিহাসিক সভ্যতার হিংস্রতা , কখনো অতী উন্নত সভ্যতার সমস্যার কাহিনী আর কখনো বা একটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম । এই সব কিছুর মাঝে মঙ্গলে উপনিবেশ গড়ে তোলার ধারণাটা সব যুগেই বিদ্যমান ।
তবে সাইফুল সাহেবের এই লেখা মঙ্গল নিয়ে নয়, মঙ্গলের এক উপগ্রহ লোলাকে নিয়ে । হার্ড সাইফাই ভেবে আর কাহিনীর শুরুতেই পঞ্চম ডায়মেনশনের উল্লেখ দেখে ছিটকে যাবেন না। প্রায় 300 পাতার এই উপন্যাসে সবার জন্যই কিছু না কিছু রয়েছে। এক লাইনে বলতে গেলে পৃথিবী ধ্বংস হতে চলেছিল আর কিছু বিজ্ঞানী অন্য গ্রহে কৃত্তিমভাবে মানব বসতি বসিয়ে পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করেন এই লেখায় । লোলার চারপাশে আটটা টাইম ডায়ালুশন যন্ত্র বসিয়ে পৃথিবীর সাথে কৃত্রিমভাবে সময় বিভেদ সৃষ্টি করা হয় । ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর হাতে হয়তো 25 বছর কিন্তু লোলার কাছে তা আড়াই হাজার বছরের সমান । পৃথিবীর মানুষের আশা বিজ্ঞানে প্রভূত উন্নতি করে লোলায় থাকা পৃথিবীর মানুষেরা তাদের মাতৃভূমি রক্ষা করবেন । কিন্তু একবার বিদেশে পাড়ি দিলে এক জেনারেশন পর কেউ কি আর বাপ ঠাকুরদার বাড়ি আগলাতে চায়? এই সকল সমস্যা এবং তার সম্ভাব্য সমাধানগুলি নিয়ে লেখক বিস্তারিতভাবে ভেবেছেন ।মানুষের এই মন বদল আটকানোর জন্য গুপ্ত সমিতিও তৈরি ছিল লোলাতে । কঠিন বিজ্ঞান দিয়ে শুরু করে একসময় মনে হচ্ছিল কোন পলিটিকাল থ্রিলারে ঢুকে গেছি , সেই টান টান উত্তেজনার মধ্যেই আবার ক্যান্সার আক্রান্ত মানুষের প্রিয়জনকে সুখী দেখার অদম্য ইচ্ছে লেখাটিকে সামান্য ধীর লয়ে নিয়ে যায় । কয়েকটি জায়গায় গভীর দার্শনিক কথোপকথন বেশ মনে ধরেছে। এত দূর পড়ে যদি ভাবেন সবই বলে দিলাম তাহলে ভুল ভাবছেন । এখনো তো আপনি আকিরা লিমিট কি সেটাই জানেন না , লোলাতে কাকে ট্রাইপড বলে সেটাও আন্দাজ করতে পারবেন না । আর বিশ্বাসঘাতকতাই বা কে ?
ভূমিকা ও কৃতজ্ঞতা স্বীকারে অঙ্কিতার নামের উল্লেখ দেখে এই বইটির পেছনে ওনার অবদান সহজেই অনুমান করতে পারছি । প্রমিত বাবু আর AI কে ধন্যবাদ সুন্দর প্রচ্ছদের জন্য । এই নিয়ে সাইফুল বাবুর দুটি লেখা পড়লাম । ফ্যান হয়ে গেছি ।
Comments
Post a Comment