বর্ষণ অধিক (পাঠ_প্রতিক্রিয়া)



#পাঠ_প্রতিক্রিয়া


বই : বর্ষণ অধিক    

লেখক  :  রাজর্ষি দাশ ভৌমিক    

প্রকাশক : বৈভাষিক 

মূল্য : ৩৫০





আশির দশকের বাংলায়  এক বর্ষণমুখর রাতে এই কাহিনীর সূত্রপাত। নকশাল পরবর্তী সেই সময়ের  রাতের বর্ণনায় দু তিনটি  খুন যখম  একেবারেই বেমানান নয়। শুরুতেই তাই দুটো খুন হয়ে গেল। গোয়েন্দা কানাই চরণ এবার নিজেই পুলিশ, সদ্য  হোমিসাইড বিভাগে ঢুকেছেন । ১৮৪ পাতার বইয়ের মোটামুটি ১০০ পাতার গল্প আগের  তিন লাইনেই বলে দিলাম । বর্ষণের বদলে সংলাপ অধিক বললেও অবিচার হবেনা । ধীর লয়ে  এই লেখা এগিয়ে চলে , পাঠকের মাথা খাটানোর কোন জায়গা নেই । আশা করছিলাম , শেষ ৩০-৪০ পাতায় কোন বড় চমকের  প্রস্তুতি চলছে। কিন্তু পাঠক বা ডিটেকটিভ কেউই বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ধরলেন না ।  আর অপরাধিও সিআইডি সিরিয়ালের মতন নিজে নিজেই সব স্বীকার করে নিলেন ।  দুটো খুন করবার পক্ষে ওনার মোটিভ টা বড্ড দুর্বল লেগেছে । তবে কানাইচরণ আবার আগের মতন কোনো নতুন অভিযানে ফিরে আসবেন আশা রাখি। চড়ুই পাখির মতন নতুনত্বের  অপেক্ষায় রইলাম ।

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)