মাকড়সার সোনালী ফাঁস (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : মাকড়সার সোনালী ফাঁস
লেখক : ইন্দ্রনীল মুখোপাধ্যায়
প্রকাশক : সৃষ্টিসুখ
মূল্য : ২৪৯
বাস্তব কিন্তু বড্ড বোরিং। বাস্তবের পুঙ্খানুপুঙ্খ তদন্তের বর্ণনা দিয়ে আর যাই হোক ভালো গোয়েন্দা থ্রিলার হওয়া বেশ কঠিন । আমার কাছে সেরা গোয়েন্দা থ্রিলার সেগুলোই যেখানে বাস্তবের ঘটনার সাথে লেখকের কল্পনার যথাযত মিশ্রণ হয়েছে। মাকড়সার সোনালী ফাঁসে ১৯৬২ সালের এশিয়ান গেম্স্ এ ভারতের ঐতিহাসিক সোনা জয়ের বাস্তবের ঘটনা গুলোর প্রতি অনুগত থেকে বিল বোসের কাহিনী এগিয়ে চলেছে । ক্রিকেটের ( বিষের জালে বাইশ গজ ) পর এবার ফুটবলে বিল বাবুর আবির্ভাব । বিবেকানন্দ বসু তথা বিল বোস বাঙালি গোয়েন্দা পাঠক মহলে হয়তো এখনো সুপরিচিত নাম হয়ে ওঠেননি। তবে এনার সম্পূর্ণ পরিচিতি বইয়ের প্রথমেই দেওয়া আছে। সুচারু বর্ণনার মাধ্যমে মূল চরিত্রের পাশাপাশি প্রতিটি পার্শ্ব চরিত্রের বিশ্বাসযোগ্য কাল্পনিক অবয়ব ফুটিয়ে তুলতে লেখক সফল হয়েছেন । এশিয়ান গেমসে ভারতের ফুটবলের সোনালী অধ্যায়ের ঘটনাগুলি সম্বন্ধে বিন্দুমাত্র অবগত না থাকলেও এ কাহিনীর ঘটনা প্রবাহ ধরে এগোতে গিয়ে পাঠক কোথাও ধাক্কা খাবেন না। কাহিনীর নামকরণ সার্থক, প্লটটি কমপ্লেক্স এবং প্রচুর চরিত্রের আনাগোনা চলেছে । কোন একটি বিশেষ সময়ের বর্ণনাকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে নামকরণ, আচার-আচরণ ও অন্যান্য পারিপার্শ্বিক বর্ণনা গুলির প্রতি লেখক যত্নবান। খেলা আর রাজনীতির এক বিশ্বাসযোগ্য মিশ্রণ এই লেখা , সাথে বিল বোসের বুদ্ধিদীপ্ত তদন্ত প্রক্রিয়া মনে ধরার মতো । বোস বাবুর সংলাপ গুলি আলাদা উল্লেখের দাবিদার , বিশেষ করে সময়োপযোগী কমিক রিলিফ গুলো । সব মিলিয়ে টানটান উত্তেজনাপূর্ণ এরকম স্পোর্টস পলিটিকাল থ্রিলার যথেষ্ট উপভোগ্য । কিছু অলঙ্করণের অভাব বোধ করেছি । বোস বাবুর পরবর্তী অভিযান কোন খেলায় হবে সেটাই ভাবছি ।
Comments
Post a Comment