কাকজ্যোৎস্না (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : কাকজ্যোৎস্না
লেখক : ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়
প্রকাশক : অরণ্যমন
মূল্য : ১৪০
ত্রিদিববাবুর লেখার সাথে পরিচিত ছিলাম না, তাই বহুদিন পর বেশ ভয়ে ভয়ে একটা ভূতের গল্প কিনেছিলাম । এই সংকলনের আটটি অলৌকিক লেখাই যেন পুরনো দিনের সহজ সরল ভূতের গল্প। অযথা বীভৎসতা নেই , জটিল মন্ত্রের কুটকচালি নেই । দশ মহাবিদ্যা না জানা থাকলেও কাহিনীগুলির স্বাদ আস্বাদনের কোন চ্যুতি ঘটবে না ।
পথে হল দেরি লেখাটি আমার মতে এই সংকলনের সেরা লেখা। দৈনন্দিন সাদামাটা মেট্রোযাত্রার মাঝে খুব সুন্দর ভাবে অলৌকিক চমক মেশানো হয়েছে ।
গল্পের গল্প লেখাটির নামকরণ সার্থক । বৃষ্টির দিনে বিভিন্ন চরিত্রের বয়ানে নানান অলৌকিক কাহিনীর সম্মেলন ঘটেছে এই লেখায় । শুধু লেখাটি ওই বিদ্যুৎ চমকের সাথেই শেষ হলো হয়তো আরো ভালো লাগতো ।
কাকজ্যোৎস্না আর বন্ধন দুটি লেখাই গ্রাম বাংলার মাটির গন্ধ মেশানো আদিম আতঙ্কের উপাখ্যান ।
বেলডাঙার বাড়ি লেখাটিও বেশ চমকপ্রদ গোলকধাঁধা ।
সব মিলিয়ে ত্রিদিব বাবুর গতিময় লেখায় আটটি গল্পই বেশ উপভোগ করেছি । শ্রী ঋজু গাঙ্গুলী মহাশয়কে ধন্যবাদ, এত সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন ভৌতিক গল্পের সংকলন উপহার দেওয়ার জন্য ।

Comments
Post a Comment