ইউজিন ভ্যালমন্ট সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

#পাঠ_প্রতিক্রিয়া


বই : ইউজিন ভ্যালমন্ট সমগ্র 

লেখক  :   রবার্ট বার 

অনুবাদক : দীপ্তজিৎ মিশ্র   

প্রকাশক : অরণ্যমন 

মূল্য : ৩৫০



রবার্ট বারের ইউজিন ভ্যালমন্টের গল্পগুলির সাথে আমি পূর্ব পরিচিত ছিলাম না । আমার জ্ঞান অনুযায়ী এই লেখাগুলোর সাথে দীপ্তজিৎ প্রথম বার বাঙালি পাঠকদের পরিচয় করালেন।  ভ্যালমন্টের এই লেখাগুলি আধুনিক  গোয়েন্দা  কথাসাহিত্যের ধারায় অগ্রণী কাজ বলে বিবেচিত হয়। এগুলি ১৯০০ সালের গোড়ার দিকে প্রকাশিত হয়েছিল এবং সম্ভবত আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারোর মতো বিখ্যাত গোয়েন্দা চরিত্রগুলিকে প্রভাবিত করেছিল। গোয়েন্দা সাহিত্যের উৎস এবং বিবর্তনে উৎসাহীদের কাছে এই লেখাগুলি আকর্ষণীয় । ভ্যালমন্ট এক ক্যারিশম্যাটিক গোয়েন্দা চরিত্র , ক্ষমতার অনুভূতি যাঁকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছে । ওনার গল্পের প্লটগুলি বেশ  আকর্ষণীয় এবং লেখায় হাস্যরস আর চমকপ্রদ টুইস্ট ভরপুর । ক্লাসিক গোয়েন্দা কাহিনীর মোড়কে , এই  বিনোদনমূলক মিশ্রণ বেশ উপভোগ্য । ভ্যালমন্টের কাহিনীতে সমাধান  মানে প্রায়শই ব্যর্থতা বা আংশিক সাফল্য । তিনি যে মামলা গুলি গ্রহণ করেন তা অধিকাংশই সম্পূর্ণরূপে সমাধান করতে অক্ষম হন। ৮ টি লেখার মধ্যে হালকা যোগসূত্র রয়েছে ।লেখা গুলির বাংলা নামকরণ হলে ভাল লাগতো । লেখক পরিচিতিতে অনুবাদকের বইয়ের সংখ্যা না লিখে উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম দিলে ভালো লাগতো । অনুবাদের ব্যাপারে মন্তব্য করতে পারছিনা কারন মূল লেখা গুলি আমার পড়া হয়নি । তবে ভাষা সহজ ও সাবলীল , কোথাও আলাদা করে মনেই হয়নি অনুবাদ পড়ছি । ভূমিকাটিও চমৎকার ভাবে ভ্যালমন্টের  সাথে পাঠককে  পরিচিত করিয়েছে । কানাডায় জন্মানো এক লেখকের লেখার সাথে পরিচিতিটা প্রয়োজনীয় ছিল বাঙালি পাঠকের । অনুবাদককে ধন্যবাদ ।


Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)