হারানো দিনের গল্প (পাঠ_প্রতিক্রিয়া)


#পাঠ_প্রতিক্রিয়া


বই : হারানো দিনের গল্প 

কথক   :   কৌশিক মজুমদার 

প্রকাশক :  বুক ফার্ম 

মূল্য : ৩৮০






শেষ কবে কোনো বইতে উপহার লেখা পাতা দেখেছি মনে পড়েনা । বই উপহার দেবার প্রচলন কমে যাওয়ার সাথে সাথে এই পাতাটিও বিলুপ্ত হয়ে গেছে । এই বইটি হাতে নিয়ে এবং প্রথমের দিকের কমলা রঙের অলঙ্করণ  দেখে কিশলয় বইটির কথা মনে পড়ল। প্রাসঙ্গিক গল্পের লাইন সহ  হিত রবিনসনের করা অসংখ্য অলঙ্করণে বইটি আগাগোড়া সুসজ্জিত  । বঙ্গদেশে আধুনিক রুপকথার ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভূমিকায়। এর পরেই আমি পাতা উল্টে চলে গেছিলাম পরিশিষ্ঠ পড়তে | প্রচুর তথ্যসমৃদ্ধ ভূমিকা, টিকা ও  পরিশিষ্ঠ থেকে এটা পরিষ্কার যে কৌশিক বাবুর লাইব্রেরি শুধুমাত্র রোববার খোলা থাকে না।  গল্পগুলি অধিকাংশই পড়া হলেও অনেক ক্ষেত্রেই টিকার মাধ্যমে লেখক অতি পরিচিত গল্পগুলির বিভিন্ন প্রকারভেদের কথা তুলে ধরেছেন। সিন্ডারেলার গল্পের কিছু বীভৎস ভার্সন আছে , কিংবা রেড রাইডিং হুড গল্পের যৌনতার ছোঁয়ার কথা আগে জানা ছিল না। বহু দশক হয়ে গেল নীতিকথা যুক্ত গল্প পড়ে, প্রতিটি গল্পে নীতিকথা জুড়ে লেখক যেন শৈশব ফিরিয়ে দিলেন। গ্রিসেলডার  পরবর্তী গল্পগুলি অনৈতিক কিনা জানিনা, ওগুলিতে  নীতিকথা নেই । শেষের দুটি লেখা বড় গল্প বা এখনকার ভাষায় উপন্যাসিকা  বলা যায় । আমার কাছে অপরিচিত গল্প গুলির মধ্যে বন্ধু ব্যাং সবথেকে ভালো লেগেছে । ভেতরের চার রঙে ছাপা পুস্তিকা আর লাল ফিতের বুকমার্ক ও ভালো লেগেছে ।  বুকফার্মের প্রোডাকশনে সৌন্দর্যের প্রতি বিশেষ নজর থাকে, এটিও ব্যতিক্রম নয় । ব্যাক কভারে বইটির অনন্য গুণ গুলির কথা তুলে ধরা হয়েছে ,প্রতিটি কথার সাথেই সহমত জানাই ।


Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)