সময় কারাগার (পাঠ_প্রতিক্রিয়া)


 

#পাঠ_প্রতিক্রিয়া


বই : সময় কারাগার  

কথক   :   মিথিল ভট্টাচার্য 

প্রকাশক :  ক্যাফে টেবিল 

মূল্য : ২৫০


ক্যাফে টেবিলের ৩৫% ছাড়ের সুযোগ নিয়ে বছরের যে বই গুলি সংগ্রহ করেছিলাম তার মধ্যে এই বইটি নিয়ে সর্বাধিক উৎসাহী ছিলাম । সায়েন্স ফ্যান্টাসি ধারার এই লেখাটির প্রচ্ছদ ও প্রোডাকশন বেশ মনোগ্রাহী । 


মিথিল বাবুর লেখা  প্রথম পড়লাম । ভদ্রলোক যে বিজ্ঞান ছুঁয়ে থাকার জন্য যথেষ্ট গবেষণা করেছেন তা লেখা পড়লে বোঝা যাচ্ছে । তবে কোনো কোনো জায়গায় একটু অবাস্তবতা বা  কল্পনার আশ্রয় নিলে হয়তো লেখাটি  আরো মনে ধরতো । এই কাহিনী মূলত দুই চরিত্রের , ছোট্ট রুকু আর তার রাঙাদা । লেখার শুরু আর শেষে রুকুর অন্য সময়কালে ধরা দেওয়াটা  বাদ দিলে পুরো লেখাটাই সরলরেখায় চলেছে । অধ্যায় বিভাজন প্রায় মূল্যহীন , আগের অধ্যায়ে সংলাপ যেখানে শেষ হচ্ছে পরের অধ্যায় আবার সেখানেই শুরু হয়ে যাচ্ছে । একটি জায়গায় কয়েক পাতা সংলাপ পড়ার পর জানতে পারি বিশদে বোঝার জন্য অন্য একটি উপন্যাস পড়তে হবে । এই খানে কিছুটা টিকা থাকলে পাঠকের সুবিধা হতো , আর এই লেখাটি যদি কোনো সিরিজের অংশ হয় তাহলে সেটা প্রচ্ছদে জানানো হলে সুবিধা হত । রাঙা দাদার অতিরিক্ত আবেগপ্রবণ চরিত্র শরৎ বাবুর লেখা কিছু অতি সংবেদনশীল পুরুষ চরিত্রের বর্ণনা মনে করাচ্ছিল । শরৎ বাবু প্রায়শই মুখের রং পরিবর্তন এর মাধ্যমে চরিত্রের মনের অবস্থা বোঝাতেন , এখানেও সময় অভিযানের মেশিনে বসা রাঙাদার মুখের অভিব্যক্তি আর যন্ত্রে দেখানো সময়কাল মিলিয়ে প্রশ্ন করা হয় ওই সময়কাল সম্বন্ধে । মানে ধরুন ৬৫ মিলিয়ন বছর পার করার সময় মুখে ভয়ের চাপ কেন দেখা গেছিল ? বা অন্য কোন সময়ে মুখে ঈষৎ প্রশান্তি কেন এসেছিল জিজ্ঞেস করা । একটা সময়ের পর রাঙাদা মোটামুটি প্ল্যানচেটের মিডিয়ামের মতন পৃথিবীর  ইতিহাসের সময় রেখা ধরে প্রাঞ্জল ভাষায় বর্ণনা করে যাবেন । 


সব মিলিয়ে খুবই ভালো প্রচেষ্টা । ব্রম্ভান্ডের সৃষ্টি রহস্যের সুন্দর বর্ণনা তুলে ধরেছেন লেখক । তবে সৃষ্টি রহস্যের ধূসর জায়গা গুলো নিয়ে একটু কল্পনা আশ্রিত  আলোকপাত করলে হয়তো কিছুটা রহস্যের সৃষ্টি হত । একটু কনফ্লিক্ট থাকলে জমে যেত , বিষয়বস্তু খুবই ভাল ছিল । এনার অন্য লেখাগুলো  পড়ার অপেক্ষায় রইলাম ।

Comments

Popular posts from this blog

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)