সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ ৩ (কল্পবিজ্ঞান) (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ ৩ (কল্পবিজ্ঞান)
লেখক : সিদ্ধার্থ ঘোষ
প্রকাশক : কল্পবিশ্ব
মূল্য : ৩৭৫/-
দুটি ছোট উপন্যাস ও ২১ টি ছোটগল্প নিয়ে তৈরী এই সংকলন যেকোনো বাঙালি কল্পবিজ্ঞান পাঠকের সংগ্রহের
জন্য অপরিহার্য । এনার কিছু লেখা ছোটবেলায় পড়ে থাকলেও ,আমার দুর্ভাগ্য যে এনার সাহিত্যকীর্তির সাথে
সুপরিচিত হতে এত বছর অপেক্ষা করতে হল । এই বিজ্ঞান ভিত্তিক লেখা গুলি বিভিন্ন ধরনের সাহিত্য রসে ভরপুর ।
ছোট গল্পের সমস্ত ভালো গুণ সম্বলিত লেখাগুলিতে কখনো বিজ্ঞানের পাশে জায়গা করে নিয়েছে মজাদার চরিত্র ,
কখনো বা মহাকাব্যিক ইঙ্গিত , রোবট কখনো স্বপ্ন দেখে আবার ওকালতি করতে স্বয়ং আসিমভ চলে আসেন ।
এছাড়া ক্রিকেটের আনাগোনা গোটা বই জুড়ে । প্রতিটি ছোট গল্পেরই নামকরণ যথাযথ । নিচে প্রতিটি লেখার কয়েক
শব্দে পরিচয় দেওয়ার চেষ্টা করলাম, স্পয়লার পছন্দ না হলে চোখ বুজে বইটি অর্ডার করে ফেলুন ।
উপন্যাস
চাঁদের মাঠে ওয়ান ডে - এই লেখাটি আগামীকালের মাঠে ঘটে যাওয়া এক উত্তেজনাপূর্ণ স্পোর্টস থ্রিলার
অপারেশন মধুমিডা - পুষ্পকে চড়ে ঝন্টুমামার হিরের ঝর্ণার দেশে অভিযান
গল্প
কাচ - আয়না যা সত্যি সত্যিই মিথ্যে বলেনা
টিকটিকির ডাকাডাকি - টিকটিকি নিয়ে সত্যি আগে এত ভেবে দেখিনি
কুরুক্ষেত্র হাইওয়ে - এটা গল্প নয় , কবিতা
আবিষ্কারক ঝন্টুমামা - আলোগ্রাফার শব্দটা এখানেই শিখলাম, সাথে নকশাটি বিশেষ উল্লেখ্য
টাইম মেশিনে যুধিষ্ঠির - যন্ত্র মানুষ যুধিষ্ঠিরের দূরদর্শিতার পরিচয়
আদালতে যুধিষ্ঠির - আসিমভ আছেন এই লেখায় , এটুকুই যথেষ্ট
শিবরাত্রির রকেটে ঝন্টুমামা - কোহিনুর উদ্ধার কিংবা চুরির কাহিনী
ক্রিকেটের ইতিহাসে ডোডো ও যুধিষ্ঠির - আরো একটি স্পোর্টস থ্রিলার
খোঁচা দিল যুধিষ্ঠির - যন্ত্র মানুষের সাধারণ হয়ে ওঠার গল্প
মহাকাশের বাঁধ - এটি একটি টিভি প্রোগ্রামের কথা ভেবে লেখা ভিডিও স্ক্রিপ্ট
যুধিষ্ঠির উধাও - পরিবেশ বান্ধব যন্ত্র মানুষের কথা
জাল বানাল যুধিষ্ঠির - কৃত্রিম মেধা সম্পন্ন জালের আবিষ্কারের কাহিনী
ঝন্টুমামার শেষ অভিযান - ঝন্টুমামার পাঠানো কয়েকটি মজার বিজ্ঞাপন
যুধিষ্ঠিরের অদৃশ্য গোলা - ক্রিকেটে সাইট স্ক্রিনের গুরত্ত্ব নুঝতে হলে পড়তে হবে
সুপার নিউজ - ভবিষ্যতের কিছু শিরোনাম
ঝন্টুমামার শেষ চিঠির পরে - সৃষ্টির রক্ষাকর্তার প্রত্যাবর্তন
ঝন্টুমামার ডায়েরি - এটাও এক ব্যোমযাত্রীর ডায়রি
ঝন্টুমামার ডট ডট - পোকার সহায়তায় ক্রিকেট ম্যাচ জেতার অত্যাশ্চর্য কাহিনী
জুল ভের্ন-এর দূত - কিছু কপিরাইট উঠে যাওয়া লেখা নিয়ে গবেষণা
ঝন্টুমামার উড়ান - ওনার রকেট গবেষণা
ঝন্টুমামা ১০২ - ১০২ নম্বর অবতাররূপে আগমন
মূলত যুধিষ্ঠির ও ঝন্টু মামাকে নিয়ে তৈরী এই রচনা সংগ্রহ প্রথম দুটি খন্ডের মতনই উপাদেয় ।
কল্পবিশ্বের অন্যান্য হার্ড বাউন্ড বই গুলির মতন উচ্চ মানের প্রোডাকশন । সুবিনয় বাবুর প্রচ্ছদ মনে ধরেছে ।
Comments
Post a Comment