আসমানি (পাঠ_প্রতিক্রিয়া)
#পাঠ_প্রতিক্রিয়া
বই : আসমানি
লেখক : সুদীপ চট্টোপাধ্যায়
প্রকাশক : জয়ঢাক
মূল্য : ৩০০/-
তন্ত্রসমৃদ্ধ বিভীষিকাময় সাহিত্যপ্রেমের যুগে প্রেম ছাড়া মিষ্টি লেখার সন্ধান পাওয়া কঠিন । আমার সৌভাগ্য, এখনো আসমানির মতন স্বপ্নের সন্ধান পাচ্ছি । ২০২৪ এ যেসকল লেখকের লেখা প্রথম বার পড়েই মনে ধরেছে তাদের মধ্যে সুদীপ বাবু অন্যতম ।
তিনটি লেখার মধ্যে আমার ব্যক্তিগত পছন্দ “পিউ ও সেই গুলমোহর গাছটা “ । কিছু হারিয়ে যাওয়া বন্ধুকে মিলিয়ে দেওয়ার জন্য দুঃসাহসী পিউয়ের অভিযান এক কল্পবিশ্বে । বাংলায় এরকম সময় অভিযান মেশানো ফ্যান্টাসি পড়ার সুযোগ খুব বেশি পাওয়া যায়না । ব্যক্তিগত ভাবে আমি কিছু ক্ষেত্রে নামকরণ গুলো বাংলা ভাষায় হলে বেশি ভালোবাসতাম ।
১৮৯ পাতার এই বইয়ের সিংহভাগ জুড়ে রয়েছে আসমানি । উত্তর পূর্ব ভারতের স্নিগ্ধ জঙ্গলে কিছু হারিয়ে যাওয়া বিষয় নিয়ে টিলুর অভিযানের মসৃন বর্ণনা হল এই উপন্যাস । দাদুর খোঁজে বেরিয়ে প্রকৃতির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিপিবদ্ধ করে রাখতে ভোলেনি টিলু । চরিত্রের নামকরণ বিশেষ ভাবে মনে ধরেছে ।
বিবুধসমাগম প্রহেলিকা হল এই বইয়ের শেষ কাহিনী । নক্ষত্রলোকের বিভিন্ন অধিবাসীর নাম নিয়ে গড়া বিভিন্ন কবিতার মধ্যেই লুকিয়ে রাখা আছে গুপ্তধনের হদিশ । জেঠুর সংগ্রহের প্রাচীন সেই এন্টিকের সন্ধান কি পাবে অরুণাভ আর তার বন্ধু ?
অবশ্যই এনার অন্য লেখাগুলির খোঁজ নেব । প্রচ্ছদ ও ভিতরের অলঙ্করণ পছন্দ হয়েছে।
Comments
Post a Comment