লোলার জগৎ (পাঠ_প্রতিক্রিয়া)

#পাঠ_প্রতিক্রিয়া বই : লোলার জগৎ লেখক : মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশক : কল্পবিশ্ব মূল্য : ৪৫০ মঙ্গল গ্রহ নিয়ে মাতামাতি বোধহয় কল্পবিজ্ঞান লেখার শুরুর সময় থেকেই । এই রিভিউ লেখার সময় পর্যন্ত মঙ্গলে মানুষ পা না রাখলেও এত বিস্তারিত কল্পনা প্রসূত প্রাকৃতিক বর্ণনা আর কোন গ্রহকে নিয়ে লেখা হয়নি। মঙ্গল গ্রহ নিয়ে সৃষ্ট কথা সাহিত্য যুগে যুগে থিম বদলেছে । কখনো যুদ্ধের প্রাধান্য, কখনো প্রাগৈতিহাসিক সভ্যতার হিংস্রতা , কখনো অতী উন্নত সভ্যতার সমস্যার কাহিনী আর কখনো বা একটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম । এই সব কিছুর মাঝে মঙ্গলে উপনিবেশ গড়ে তোলার ধারণাটা সব যুগেই বিদ্যমান । তবে সাইফুল সাহেবের এই লেখা মঙ্গল নিয়ে নয়, মঙ্গলের এক উপগ্রহ লোলাকে নিয়ে । হার্ড সাইফাই ভেবে আর কাহিনীর শুরুতেই পঞ্চম ডায়মেনশনের উল্লেখ দেখে ছিটকে যাবেন না। প্রায় 300 পাতার এই উপন্যাসে সবার জন্যই কিছু না কিছু রয়েছে। এক লাইনে বলতে গেলে পৃথিবী ধ্বংস হতে চলেছিল আর কিছু বিজ্ঞানী অন্য গ্রহে...